Safety Pin: Safety Pin-এর নীচে ছোট্ট গোল ছিদ্রটি কেন থাকে বলুন তো? রোজ ব্যবহার করেন, তবু ৯৯% লোকজনই জানেন না এর আসল কাজ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Trending GK: এই পিন থেকে সকলকে সেফ রাখে উপরের ঢাকনা বা টুপিটি৷ তাহলে নীচের প্যাঁচ? ছোট্ট গোল ফুটোর মতো অংশটির কি কোনও কাজই নেই? রয়েছেই বা কেন তবে? সেফটি পিনের সুক্ষ্ম প্যাঁচে লুকিয়ে থাকা রহস্যের খোঁজ দেওয়া হল এই প্রতিবেদনে৷
advertisement
1/9

‘ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়’৷ বাংলার পরিচিত এই প্রবাদের একটি উজ্জ্বল উদাহরণ হল সেফটি পিন৷ ছোট্ট এই পিনটি চোখে দেখেননি বা ব্যবহার করেননি এমন মানুষ গোটা বিশ্বেই খুঁজে পাওয়া দু:ষ্কর৷ কেবল শাড়ির পিনেই নয়, সেফটি পিনের ব্যবহার বহুল৷
advertisement
2/9
মাথায় বসানো খানিক অর্ধচন্দ্রাকার গোছের একটা টুপি, যান্ত্রিক পরিভাষায় যাকে বলা হয় হেড বা গার্ড৷ তার মধ্যেই পেঁচিয়ে থাকে পিনটি৷ নীচে ছোট্ট গোল প্যাঁচ৷ মাথার টুপিটি ঢেকে রাখে পিনকে, যাতে তা অদরকারে একদিন ফুঁড়ে টুঁড়ে কোনও ক্ষতি না করতে পারে৷
advertisement
3/9
আপাত দৃষ্টিতে একেবারে সাধারণ এর কলকবজা৷ কোনও বিশেষ জটিল প্রযুক্তির বালাই নেই৷ তবে ছোট্ট এবং সাধারণ জিনিসটির প্রয়োজনীয়তার অন্ত নেই৷ শুধু তাই নয়, বেশিরভাগ ক্ষেত্রে এর সম্পূর্ণ ব্যবহার সম্পর্কে এখনও অনেকেই পরিচিত নন৷
advertisement
4/9
রোজের প্রয়োজনীয় এই ছোট্ট সেফটি পিনের মূলত ব্যবহার করা হয় পিনটিকে৷ আর এই পিন থেকে সকলকে সেফ রাখে উপরের ঢাকনা বা টুপিটি৷ তাহলে নীচের প্যাঁচ? ছোট্ট গোল ফুটোর মতো অংশটির কি কোনও কাজই নেই? রয়েছেই বা কেন তবে? সেফটি পিনের সুক্ষ্ম প্যাঁচে লুকিয়ে থাকা রহস্যের খোঁজ দেওয়া হল এই প্রতিবেদনে৷
advertisement
5/9
সেফটি পিনের ইতিহাস বেশ প্রাচীন। ল্যাটিন ভাষায় একে বলা হতো ‘ফিবুলা’ (Fibulae) এবং এর সূচনা হয়েছিল ইউরোপে ‘ব্রোঞ্জ যুগে’ (Bronze Age)। আধুনিক সেফটি পিনের আবিষ্কার করেছিলেন ওয়াল্টার হান্ট, ১৮৪৯ সালে। তিনি একটি তারের টুকরো বাঁকিয়ে এই স্প্রিং-যুক্ত ব্যবস্থা তৈরি করেছিলেন।
advertisement
6/9
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ওয়াল্টার হান্ট নিজেই বুঝতে পারেননি যে তাঁর এই আবিষ্কার কতটা মূল্যবান। সম্ভবত সেই কারণেই তিনি এর পেটেন্ট মাত্র ৪০০ ডলারে বিক্রি করে দেন, অথচ পরে বিভিন্ন কোম্পানি এটি থেকে কোটি কোটি টাকা আয় করেছে।
advertisement
7/9
সেফটি পিনের দুটি অংশ থাকে নিচের গোলাকার স্প্রিং এবং উপরের হেড বা গার্ড৷ দুটি অংশেরই আলাদা আলাদা কাজ রয়েছে৷
advertisement
8/9
নিচের গোলাকার স্প্রিং (The Spring):পিনের নিচের দিকে তারকে বাঁকিয়ে একটি গোলাকার কুণ্ডলি বা কয়েল তৈরি করা হয়। অনেকেই এটাকে শুধু ডিজাইন ভাবেন, কিন্তু আসলে এটি একটি স্প্রিংয়ের কাজ করে। এই স্প্রিং পিনে ‘টেনশন’ তৈরি করে, যার ফলে পিনের সূচালো মাথাটি উপরের খাঁজে শক্তভাবে আটকে থাকে এবং যতক্ষণ না জোর দিয়ে খোলা হয়, ততক্ষণ তা সেখানেই আটকে থাকে। যদি এই টেনশন না থাকত, তাহলে পিন বারবার খুলে যেত এবং কাউকে আঘাত করতে পারত।
advertisement
9/9
হেড বা গার্ড (The Head/Guard):এটি সেই অংশ, যেখানে পিনের সূচালো মাথাটি নিরাপদে থাকে। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি পিনকে বন্ধ রাখে এবং আপনাকে চুঁচিয়ে যাওয়ার হাত থেকে বাঁচায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Safety Pin: Safety Pin-এর নীচে ছোট্ট গোল ছিদ্রটি কেন থাকে বলুন তো? রোজ ব্যবহার করেন, তবু ৯৯% লোকজনই জানেন না এর আসল কাজ