TRENDING:

General Knowledge: SORRY শব্দের 'অর্থ' কী বলুন তো?... ৯০% মানুষই জানে না...! আপনি জানেন?

Last Updated:
General Knowledge: সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের ভাণ্ডার নানা মণিমুক্তোতে ঠাসা। এর অলিন্দে যেমন থাকে দেশ বিদেশের তথ্য, আবার তেমনই থাকে বিজ্ঞান-সাহিত্য-পরিবেশ সংক্রান্ত চমকে দেওয়া জ্ঞান।
advertisement
1/13
SORRY শব্দের 'অর্থ' কী বলুন তো?... ৯০% মানুষই জানে না...! আপনি জানেন?
সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের ভাণ্ডার নানা মণিমুক্তোতে ঠাসা। এর অলিন্দে যেমন থাকে দেশ বিদেশের তথ্য, আবার তেমনই থাকে বিজ্ঞান-সাহিত্য-পরিবেশ সংক্রান্ত চমকে দেওয়া জ্ঞান। আবার এমন অনেক সাদামাটা জানা তথ্যের পিছনে লুকিয়ে থাকা অজানা অর্থ তুলে ধরে এই জিকে। তাই প্রতি মুহূর্তেই জীবনের নানা বাঁকে প্রয়োজন হয় এই জ্ঞান।
advertisement
2/13
বর্তমানে স্কুল পড়ুয়া থেকে চাকরিপ্রার্থী সকলেই তাই সাধারণ জ্ঞানের চর্চা করেন নিয়মিত। কারণ চাকরির ইন্টারভিউ হোক বা প্রতিযোগিতামূলক পরীক্ষা সাধারণ জ্ঞানের ভান্ডার যথেচ্ছ থাকলে সাফল্য প্রায় নিশ্চিত। আজ এই প্রতিবেদনে এমনই একটি সাধারণ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর খোঁজা যাক যা প্রায় আমাদের নিত্যদিনের বুলি।
advertisement
3/13
আমরা চাই বা না চাই, মন থেকে বলি বা না বলি, সরি কিন্তু এমন একটি শব্দ হয়ে গিয়েছে যা না বলে গোটা একটা দিন কাটানো খুব কম মানুষেরই হয়। সত্যি বলতে কী এই একটি শব্দ SORRY বলতে আমরা প্রায় অভ্যস্ত।
advertisement
4/13
মনস্তাত্ত্বিকভাবে বলা হয়, যখন কেউ ভুল না করে SORRY বলে, তখন সেই ব্যক্তি সহজেই অন্যের আস্থা অর্জন করে থাকেন। কিন্তু জানলে অবাক হবেন যে অনেক সময় SORRY শব্দটি ব্যবহার করা মানসিক দুর্বলতার লক্ষণ হিসেবেও বিবেচিত হতে পারে।
advertisement
5/13
খুব বেশি SORRY বলার একটি কারণ হতে পারে আমরা চাই, অন্যরা আমাদের ক্ষমা করুক। আমরা এভাবেই সাধারণত দিনের পর দিন 'ক্ষমা চাওয়ার' বিকল্প হিসেবে SORRY শব্দটি ব্যবহার করে আসছি। অনেকেই SORRY শব্দটিকে FORGIVENESS শব্দের বিকল্প হিসেবে বিবেচনা করেন। কিন্তু আসলে এর 'সঠিক' মানে কি আপনি জানেন?
advertisement
6/13
জানলে আকাশ থেকে পড়বেন, এবং আপনার মতো অনেকেই জানেন না যে আসলে SORRY-র প্রকৃত অর্থ হল 'অনুশোচনা করা'। 'সরি' মানে হল, অনুশোচনা করা বা আমাদের ভুলের জন্য অনুতপ্ত হওয়া।
advertisement
7/13
একইসঙ্গে এর অর্থ, দুঃখিত বলার পরে, একই ভুল আর আপনি পুনরাবৃত্তি করবেন না। 'SORRY' শব্দটি ইংরেজি শব্দ 'sarig' বা 'sorrow' থেকে এসেছে। এর অর্থ 'রাগ বা অসন্তুষ্টি'।
advertisement
8/13
তাই, প্রকৃত অর্থে SORRY শব্দটি কিছু ভুল করার পরে অনুশোচনা এবং দুঃখের অনুভূতি প্রকাশ করতে ব্যবহৃত হয়।
advertisement
9/13
বেশিরভাগ মানুষ আজকাল এই অনুভূতিগুলির জন্য কিন্তু মোটেও SORRY শব্দটি ব্যবহার করে না। ক্ষমা চাওয়ার জন্যই মূলত শব্দটি ব্যবহার করাটা একটা রীতি বা প্রচলন হয়ে গিয়েছে।
advertisement
10/13
জেনে রাখা ভাল যে এর অনুরূপ শব্দ অন্যান্য অনেক ভাষায় পাওয়া যায়, যেমন পুরাতন জার্মানির 'শিরাক' এবং আধুনিক জার্মানিক 'সিরাকিউস', ইন্দো-ইউরোপীয় 'সেভ' শব্দগুলিও একইভাবে একই অর্থে ব্যবহৃত হয়ে আসছে।
advertisement
11/13
আসলে, আমরা সম্ভবত সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটে SORRY-র নিখুঁত রূপের ব্যবহার সম্পর্কে জেনেছি। তদনুসারে, SORRY (কেউ সত্যিই আপনাকে মনে রাখছে) র আরও একটি অর্থ হল, কেউ সত্যিই আপনার কথা ভাবছে। কিন্তু কোনও ভাষাবিদই এটি নিশ্চিত করেননি।
advertisement
12/13
সাউদার্ন অরেগন ইউনিভার্সিটির একজন ভাষাবিদ এডউইন ব্যাটিস্টেলা বলেন, "মানুষ বিভিন্ন কারণে SORRY শব্দটি বিভিন্ন উপায়ে ব্যবহার করে থাকেন অর্থ ও অনুভূতি বিশেষে।" তবে পরের বার বা আগামী দিনে ব্যবহারের সময় আপনিও নিয়শ্চই এর প্রকৃত অর্থ খেয়াল রেখেই শব্দটি প্রয়োগ করবেন।"
advertisement
13/13
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: SORRY শব্দের 'অর্থ' কী বলুন তো?... ৯০% মানুষই জানে না...! আপনি জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল