TRENDING:

General Knowledge: র‍্যাম্পে হাঁটার সময় মডেলরা হাসেন না, এই গম্ভীর মুখের পিছনের রহস্য জানেন? কারণ শুনলে চমকে উঠবেন!

Last Updated:
কয়েকদিন আগেই সোশ্যালমিডিয়াতে মডেল ফেসের ট্রেন্ড দেখা গিয়েছিল৷ সেখানেও সেই গম্ভীর মুখের রমরমা৷ কিন্তু এর পিছনের কারণ জানলে অবাক হয়ে যাবেন৷
advertisement
1/6
র‍্যাম্পে হাঁটার সময় মডেলরা হাসেন না, এর পিছনের রহস্য জানেন? শুনলে চমকে যাবেন!
কখনও কোনও ফ্যাশন শোতে গেলেই বুঝতে দেখতে পারবেন র‌্যাম্পে হাঁটার সময় মডেলরা হাসেন না৷ সবসময় গম্ভীর মুখ করে রাখেন৷
advertisement
2/6
কয়েকদিন আগেই সোশ্যালমিডিয়াতে মডেল ফেসের ট্রেন্ড দেখা গিয়েছিল৷ সেখানেও সেই গম্ভীর মুখের রমরমা৷ কিন্তু এর পিছনের কারণ জানলে অবাক হয়ে যাবেন৷
advertisement
3/6
সময়টা ১৯ শতক৷ গম্ভীর মুখ, রাগান্বিত চেহারাকে উচ্চ মর্যাদা ও সম্পদশালীর ব্যক্তিত্ব বলে মনে করা হত৷ সেই কারণেই আজও একই রকম অভিব্যক্তি অনুশীলন করা হয়৷
advertisement
4/6
হাসিখুশি মুখশ্রী মানে আগেকার দিনে মানা হত, সে ওপরজনের সঙ্গে কথা বলার জন্য আগ্রহী৷ কিন্তু র‌্যাম্পে হাঁটার সময় মডেলদের ‘এক লার্জার দ্যান লাইফ’ করে তোলার জন্য, সকলের চেয়ে আলাদা করে তোলার জন্য গম্ভীর মুখকেই মান্যতা দেওয়া হয়৷
advertisement
5/6
মডেলের র‍্যাম্পে হাঁটাই কাজ৷ হাসিমুখ আবেগের বহিঃপ্রকাশ বলে মানা হয়৷ তাই তাঁরা যে কাজের দুনিয়ায় সিরিয়াস, সেখানে আবেগের কোনও জায়গা নেই, তা বোঝাতেই এই প্রচেষ্টা বলে মনে করা হয়৷
advertisement
6/6
মডেলরা হাসেন না, কারণ এতে তাঁর সুন্দর অভিব্যক্তি বা মুখশ্রীর দিকে দৃষ্টি চলে যায়৷ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পোশাক ডিজাইনারদের জন্যই তাঁরা হাঁটে৷ তাই পোশাকের দিকেই যাতে দৃষ্টি থাকে, তাই মুখের অভিব্যক্তি গম্ভীর করা হয়৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: র‍্যাম্পে হাঁটার সময় মডেলরা হাসেন না, এই গম্ভীর মুখের পিছনের রহস্য জানেন? কারণ শুনলে চমকে উঠবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল