Knowledge Story: কমবে দুর্ঘটনা, স্টেশনে বসল 'এই' অত্যাধুনিক ডিভাইস! কীভাবে কাজ করবে? জেনে নিন আপনিও
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
General Knowledge: স্টেশনে বসানো হল REACTAS নামের উন্নত একটি ডিভাইস। স্টেশনের ক্রু লবিতে এই মেশিন বসানো হয়েছে। যার উদ্বোধন করেছেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার চেতনা নন্দ সিং। কিন্তু কি কাজ করবে এই ডিভাইস? এই অত্যাধুনিক ডিভাইসে কী হবে? লাভ কী? জানুন
advertisement
1/5

*আসানসোল স্টেশনে বসানো হল REACTAS নামের উন্নত একটি ডিভাইস। স্টেশনের ক্রু লবিতে এই মেশিন বসানো হয়েছে। যার উদ্বোধন করেছেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার চেতনা নন্দ সিং। কিন্তু কি কাজ করবে এই ডিভাইস? এই অত্যাধুনিক ডিভাইসে কী হবে? লাভ কী?
advertisement
2/5
*রেলওয়ে সূত্র জানা গিয়েছে, REACTAS হল রিঅ্যাকশন অ্যানালাইজার কাম টাইমিং সিমুলেটর অ্যাডভান্সড সিস্টেম। মূলত এটি লোকো পাইলটদের জন্য একটি উন্নতমানের প্রশিক্ষণ ব্যবস্থা।
advertisement
3/5
*কিন্তু কীভাবে কাজ করবে এই ডিভাইস? বলা হয়েছে, এই ডিভাইসের মাধ্যমে লোকো পাইলটদের আপৎকালীন পরিস্থিতিতে প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করবে। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে চালকরা কী করবেন, তার মান উন্নত করবে এই ডিভাইস।
advertisement
4/5
*এটি চালকদের একটি নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে সংকেত, রেলওয়ে ট্র্যাকে বাধা এবং অপ্রত্যাশিত ট্র্যাক বিপদগুলি সম্পর্কে সচেতন হতে সাহায্য করবে। তৎক্ষণাৎ কী প্রতিক্রিয়া চালকদের কাছে প্রত্যাশিত, সেই বিষয়ে লোকো পাইলটদের সক্ষম করে তুলবে এই ডিভাইস।
advertisement
5/5
*রেল বিশেষজ্ঞরা মনে করছেন, এই ডিভাইস ব্যবহারের কারণে লোকো পাইলটরা আরও বেশি দক্ষ হয়ে উঠবেন। ফলে আপৎকালীন পরিস্থিতিতেও তারা দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে পারবেন। স্বাভাবিকভাবেই কমানো যাবে দুর্ঘটনার সংখ্যা। আরও মজবুত হবে যাত্রী নিরাপত্তা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: কমবে দুর্ঘটনা, স্টেশনে বসল 'এই' অত্যাধুনিক ডিভাইস! কীভাবে কাজ করবে? জেনে নিন আপনিও