Left Handed People: বাঁহাতিরা কেন প্রতিভায় এগিয়ে থাকেন অনেকাংশে? কারণ জানলে অবাক হবেন...!
- Reported by:JULFIKAR MOLLA
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
Left Handed People: বিশ্বের বিখ্যাত প্রতিভাবান ব্যক্তিত্ব গুলির একটি বড় অংশ বাঁ হাতে লেখেন, খাওয়াদাওয়া করেন, বা বিভিন্ন কাজ করেন, তাঁদের দৃষ্টিভঙ্গিও সাধারণত ভিন্ন হয়।
advertisement
1/6

বাঁহাতিরা যে কারণে প্রতিভায় এগিয়ে অনেকাংশে। সাধারণভাবে সকলে বাম দিকটাকে অধিকাংশ সময়ই নেতিবাচক ভাবনা পোষন করেন। ডান হাত বা ইংরেজি শব্দ রাইট শুনলেই মনে হয় ইতিবাচক কিছু।
advertisement
2/6
যারা ছোটবেলায় বাম হাত দিয়ে বিভিন্ন কাজ করতে অভ্যস্ত তাদের কতবার যে শুনতে হয়েছে বাম হাত কিছু দেওয়া, লেখা ঠিক না। কিন্তু যেই প্রতিভা যা আসে ভেতর থেকে আসে, সেই প্রতিভা কি আর থেমে থাকে। কিন্তু বড় হয়ে বাম হাতে বিভিন্ন কাজ করতে পারা বিশেষ প্রতিভাবান হিসাবে বিবেচনা করা হয়।
advertisement
3/6
বিশ্বের তাবড় তাবড় সফল ব্যক্তি আছেন যারা বাম হাতেই সিদ্ধহস্ত। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ, বিল ক্লিনটন ও বারাক ওবামার মতো বেশ কয়েকজন প্রেসিডেন্ট ছিলেন বাম হাতি। ক্রিকেট বিশ্বে উজ্জ্বল নক্ষত্র অ্যাডাম গিলক্রিস্ট, সৌরভ গাঙ্গুলী, গৌতম গম্ভীর, ব্রায়ান লারার মত ক্রিকেটার বাম হাতে জাদু দেখিয়েছেন।
advertisement
4/6
একইভাবে শিল্প জগতে মাইকেল অ্যাঞ্জেলো ও লিওনার্দো দা ভিঞ্চির মতো প্রতিভাবান ব্যক্তিরাও বাম হাতে ‘সিস্টিন চ্যাপেল’ ও ‘মোনালিসা’ সৃষ্টি করেছেন। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও বাঁ হাতেই অধিকাংশ কাজ সম্পাদন করেন।
advertisement
5/6
বিশ্বের বিখ্যাত প্রতিভাবান ব্যক্তিত্ব গুলির একটি বড় অংশ বাঁ হাতে লেখেন, খাওয়াদাওয়া করেন, বা বিভিন্ন কাজ করেন, তাদের দৃষ্টিভঙ্গিও সাধারণত ভিন্ন হয়। মস্তিষ্কের ডান পাশের অংশটি সৃজনশীল কাজের সঙ্গে জড়িত, এবং বাঁ হাত ব্যবহারকারীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক ও কল্পনাশক্তি আলাদাভাবে প্রকাশ পায়।
advertisement
6/6
গবেষণায় দেখা গেছে, বাঁহাতিদের মস্তিষ্কের দুই পাশই সক্রিয় থাকে। ফলে তারা ডানহাতিদের তুলনায় দ্রুত তথ্য অনুধাবন করতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Left Handed People: বাঁহাতিরা কেন প্রতিভায় এগিয়ে থাকেন অনেকাংশে? কারণ জানলে অবাক হবেন...!