GK: পর্যটন, ইতিহাস ও বাণিজ্যের মিলনস্থল—কোন শহর পরিচিত ‘আরব সাগরের রানি’ নামে?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
GK: ভারতের একটি শহরকে কেন বলা হয় ‘আরব সাগরের রানি’—এই প্রশ্নটি সাধারণ জ্ঞান ও ভ্রমণপ্রেমীদের মধ্যে বেশ পরিচিত। সম্প্রতি এক প্রতিবেদনে এই প্রশ্নের উত্তরে উঠে এসেছে কেরলের ঐতিহাসিক শহর কোচি (Cochin)-র নাম।
advertisement
1/5

ভারতের একটি শহরকে কেন বলা হয় ‘আরব সাগরের রানি’—এই প্রশ্নটি সাধারণ জ্ঞান ও ভ্রমণপ্রেমীদের মধ্যে বেশ পরিচিত। সম্প্রতি এক প্রতিবেদনে এই প্রশ্নের উত্তরে উঠে এসেছে কেরলের ঐতিহাসিক শহর কোচি (Cochin)-র নাম।
advertisement
2/5
কেরলের পশ্চিম উপকূলে অবস্থিত কোচি ভারতের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বন্দর নগরী। প্রাকৃতিকভাবে গভীর সমুদ্রবন্দর হওয়ায় বহু শতাব্দী আগেই আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে এই শহর।
advertisement
3/5
বিশেষ করে মরিচ, লবঙ্গ, দারুচিনি-সহ নানা মশলার ব্যবসার জন্য প্রাচীনকালে আরব, ইউরোপীয় ও চিনা ব্যবসায়ীদের কাছে কোচি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিকভাবে কোচির সঙ্গে জড়িয়ে রয়েছে পর্তুগিজ, ডাচ ও ব্রিটিশ শাসনের নানা নিদর্শন।
advertisement
4/5
ফোর্ট কোচি, চাইনিজ ফিশিং নেট, সেন্ট ফ্রান্সিস চার্চ-সহ একাধিক ঐতিহ্যবাহী স্থাপনা আজও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই সমৃদ্ধ ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য এবং সামুদ্রিক বাণিজ্যের গুরুত্বের কারণেই কোচিকে বলা হয় ‘Queen of the Arabian Sea’ বা ‘আরব সাগরের রানি’।
advertisement
5/5
বর্তমানে কোচি শুধু বন্দর শহরই নয়, বরং কেরালার একটি বড় বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। প্রতি বছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক এই শহরের সৌন্দর্য ও ঐতিহ্যের টানে ছুটে আসেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: পর্যটন, ইতিহাস ও বাণিজ্যের মিলনস্থল—কোন শহর পরিচিত ‘আরব সাগরের রানি’ নামে?