TRENDING:

General Knowledge: ১০৪ যাত্রী নিয়ে টানেলে ঢুকল ট্রেন, আর মিলল না কারও খোঁজ! উধাও গোটা ট্রেনও! ঘটনা শুনে ঘুম উড়ে যাবে

Last Updated:
General Knowledge: শুধু আস্ত ট্রেনটির নয়, খোঁজ পাওয়া যায়নি একজন যাত্রীরও। ১১০ বছর আগের সেই দিনের কথা ভাবলে আজও আতঙ্কে ভোগেন অনেকেই।
advertisement
1/8
১০৪ যাত্রী নিয়ে টানেলে ঢুকল ট্রেন, আর মিলল না কারও খোঁজ! উধাও গোটা ট্রেনও!
১৯১১ সালে ধুমধাম করে একটি ট্রেনের সূচনা করেছিল ইটালির জেনেটি নামে একটি রেল সংস্থা। উদ্বোধনের দিন সমস্ত যাত্রীদের বিনা টিকিটে ঘোরানোর ব্যবস্থা করেছিল সংস্থাটি। ছ’জন রেলকর্মী এবং ১০০ জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল ট্রেনটি।
advertisement
2/8
কিন্তু মাঝেই ঘটে যায় সেই ঘটনা। আর গন্তব্যে পৌঁছনো হয়নি ট্রেনটির। মাঝ পথে রহস্যজনক ভাবে আস্ত ট্রেনটিই গায়েব হয়ে যায় একটি গুহার মধ্যে থেকে! আজ পর্যন্ত যার কোনও খোঁজ মেলেনি।
advertisement
3/8
শুধু আস্ত ট্রেনটির নয়, খোঁজ পাওয়া যায়নি একজন যাত্রীরও। ১১০ বছর আগের সেই দিনের কথা ভাবলে আজও আতঙ্কে ভোগেন অনেকেই। এতজন যাত্রী নিয়ে আস্ত ট্রেন কী ভাবে মুহূর্তে অদৃশ্য হয়ে যেতে পারে তার কারণ আজও খুঁজে পাননি বিজ্ঞানীরা। শোনা যায়, অনেক খুঁজেও ট্রেনের কোনও চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি।
advertisement
4/8
১৯১১ সালে রোমের একটি স্টেশন থেকে ১০০ যাত্রী এবং ওই ছয় কর্মী নিয়ে রওনা দিয়েছিল ট্রেনটি। ট্রেনে এলাহি খাবারের ব্যবস্থাও ছিল। যাত্রাপথে একটি সুড়ঙ্গে ঢুকেছিল ট্রেনটি। কিন্তু সেই সুড়ঙ্গ থেকে আর বের হয়নি ট্রেনটি। তন্ন তন্ন করে খুঁজেও তার চিহ্ন পাওয়া যায়নি।
advertisement
5/8
ওই সুড়ঙ্গের ভিতর আর কোনও রাস্তাও ছিল না। ট্রেন দুর্ঘটনারও কোনও চিহ্ন মেলেনি। অনেক পর ওই ১০৬ যাত্রীর মধ্যে দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। যদিও ওইদিন ঠিক কী ঘটেছিল, তা তাঁরাও জানাতে পারেননি। বরং অসংলগ্ন কথা বলছিলেন তাঁরা।
advertisement
6/8
যদিও দুজনেই একই সুরে বলেছিলেন, সুড়ঙ্গে প্রবেশের পরই সাদা ধোঁয়া গ্রাস করেছিল ট্রেনটিকে। সেই সময়ই তাঁরা ওই ট্রেন থেকে ঝাঁপ দেন বাইরে। আর কিছু মনে নেই তাঁদের।
advertisement
7/8
যদিও অনেক বছর পরে, মেক্সিকোর এক চিকিৎসক দাবি করেন,মেক্সিকোর একটি হাসপাতালে নাকি ওই ১০৪ জন যাত্রীকে ভর্তি করা হয়েছিল। তাঁরা প্রত্যেকেই অসংলগ্ন কথা বলছিলেন। প্রত্যেকেই কোনও একটি ট্রেনের উল্লেখ করেছিলেন। সেই ট্রেনে করেই নাকি তাঁরা মেক্সিকো পৌঁছেছিলেন।
advertisement
8/8
সেই সময় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ট্রেনটি নাকি টাইম ট্রাভেল করে ১৮৪০ সালের মেক্সিকোয় পৌঁছে গিয়েছিল। যদিও সেই দাবির স্বপক্ষে কোনও প্রমাণ মেলেনি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: ১০৪ যাত্রী নিয়ে টানেলে ঢুকল ট্রেন, আর মিলল না কারও খোঁজ! উধাও গোটা ট্রেনও! ঘটনা শুনে ঘুম উড়ে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল