TRENDING:

General Knowledge: শেষই হতে চায় না...এত লম্বা! ২৫৬ টি কোচ, ৬ টি ইঞ্জিন, দেশের দীর্ঘতম ট্রেনের নাম জানেন কি? রাজধানী বা শতাব্দী নয় কিন্তু

Last Updated:
India's Longest Train: এই ট্রেনে এতগুলি কোচ রয়েছে যা গুনতে গেলেই চোখও ক্লান্ত বোধ করবে। ভারতীয় রেলের তথাকথিত নামজাদা ট্রেন যেমন রাজধানী এক্সপ্রেস বা শতাব্দী এক্সপ্রেস নয় কিন্তু।
advertisement
1/8
এত লম্বা! ২৫৬ টি কোচ, ৬ টি ইঞ্জিন, দেশের দীর্ঘতম ট্রেনের নাম জানেন কি?
দেশের যোগাযোগ ব‍্যবস্থার মেরুদণ্ড বলা যায় ট্রেনকে। প্রতিদিন লক্ষ লক্ষ ভারতীয় ট্রেনের উপরেই ভরসা করে থাকেন এক স্থান থেকে অন‍্য স্থানে যাওয়ার জন‍্য।
advertisement
2/8
লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, প‍্যাঞ্জেসার ট্রেন, মালগাড়ি। হরেক রকমের ট্রেন চলে গোটাদেশ জুড়ে।
advertisement
3/8
ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক, যেখানে প্রতিদিন ১৩ হাজারেরও বেশি ট্রেন চলে। এর মাধ্যমে প্রতিদিন ৪ কোটির বেশি যাত্রী এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছান।
advertisement
4/8
রাজধানী থেকে শতাব্দী হোক বা হালফিলের বন্দেভারত। ভারতীয় রেল আজও লক্ষ লক্ষ মানুষের যাতায়তের একমাত্র ভরসা।
advertisement
5/8
বেশিরভাগ সকলেই হয় প্রতিদিন, নতুবা কখনও সখনও ট্রেনে নিশ্চয়ই চড়েছেন। কিন্তু জানেন কী দেশের দীর্ঘতম ট্রেন কোনটি?
advertisement
6/8
এই ট্রেনে এতগুলি কোচ রয়েছে যা গুনতে গেলেই চোখও ক্লান্ত বোধ করবে। ভারতীয় রেলের তথাকথিত নামজাদা ট্রেন যেমন রাজধানী এক্সপ্রেস বা শতাব্দী এক্সপ্রেস নয় কিন্তু।
advertisement
7/8
দেশের দীর্ঘতম ট্রেনের নাম সুপার বাসুকি। এই ট্রেনটি প্রায় ৩.৫ কিলোমিটার দীর্ঘ। সুপার ভাসুকি ট্রেনে ১৫ বা ২০ নয়, ২৯৫টি কোচ রয়েছে। যা একসাথে ৬টি ইঞ্জিন দ্বারা টানা হয়।
advertisement
8/8
যখন এই ট্রেনটি কোথাও যায়, তখন গেটে দাঁড়িয়ে থাকা লোকজনকে এটি পার হওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। একের পর এক কোচ পাশ করার যে প্রক্রিয়া শুরু হয়, তা খুব তাড়াতাড়ি শেষ হবে বলে মনে হয় না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: শেষই হতে চায় না...এত লম্বা! ২৫৬ টি কোচ, ৬ টি ইঞ্জিন, দেশের দীর্ঘতম ট্রেনের নাম জানেন কি? রাজধানী বা শতাব্দী নয় কিন্তু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল