General Knowledge: ফুটবলকে বাংলায় কী বলে? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
GK Bengali Meaning Of Football: ফুটবল খেলা কম-বেশি আমরা সকলেই দেখি। খেলতে পছন্দ করেন অনেকেই। কিন্তু কখনও ভেবেছেন ফুটবলের বাংলা কী হতে পারে?
advertisement
1/6

আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক কথাই বলে থাকি যা আদতে বাংলা নয়। আসলে ইংরেজি বা অন্য কোনও বিদেশি ভাষা থেকে তা গৃহীত হয়েছে। বর্তমানে তা চলতি শব্দে পরিণত হয়েছে।
advertisement
2/6
জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান নিয়ে আমাদের সকলেরই কম-বেশি কৌতুহল থাকে। কারণ অজানাকে জানবার ইচ্ছে, দেশের বা পৃথিবী আশ্চর্য বিষয়গুলি জানতে সকলেরই ভাল লাগে। এতে জ্ঞানেরও বৃদ্ধি হয়।
advertisement
3/6
এছাড়াও আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষা তা সরকারি হোক আর বেসরকারি জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণ জ্ঞান যেমন নলেজ বাড়াতে সাহায্য করে। এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তেমনই একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
advertisement
4/6
ফুটবল খেলা কম-বেশি আমরা সকলেই দেখি। খেলতে পছন্দ করেন অনেকেই। কিন্তু কখনও ভেবেছেন ফুটবলের বাংলা কী হতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা।
advertisement
5/6
ফুটবল শব্দটি অন্য হাজারো বিদেশি শব্দের মত বাংলা ভাষায় মিলেমিশে একাকার হয়ে গেছে। পৃথিবীর অন্তত ৫০ টি দেশে বানান এবং উচ্চারণে ভিন্নতা নিয়ে ফুটবল কথাটি চালু রয়েছে।
advertisement
6/6
তাই, ফুটবলের বাংলা অর্থও ফুটবল। এজন্য অন্য একটা নাম রাখার প্রয়োজন আছে বলে মনে হয় না। উপমহাদেশের সবকটি দেশে ফুটবলকে ফুটবলই বলা হয়ে থাকে। একান্তই যদি এর বাংলা করতে হয় তাহ দাঁড়াবে পা দিয়ে খেলবার জন্য বায়ুপূর্ণ গোলক।