TRENDING:

Viral ||Gay Couple Ties Knot: দুটি মন ভালোবাসাকে পেল আরও কাছাকাছি! সবাইকে সাক্ষী রেখেই বিয়ে Kolkata-Hyderabad-এর যুবকের...

Last Updated:
Viral Gay Couple Ties Knot: গায়ে হলুদ থেকে মেহেন্দি, সব নিয়ম মেনেই চার হাত এক হল কলকাতা ও হায়দরাবাদের দুই যুবকের। দেখুন বিয়ের আনন্দঘন জমজমাটি সেই অ্যালবাম।
advertisement
1/7
দুটি মন ভালোবাসাকে পেল আরও কাছাকাছি! বিয়ে Kolkata-Hyderabad-এর দুই যুবার...
বিয়ের মরশুমে রীতিমতো হইহই করে হায়দ্রাবাদে হয়ে গেল আরও একটি বিয়ে। তবে আর পাঁচটা বিয়ের থেকে এই বিয়েটি ছিল একটু অন্যরকম। কারণ বিয়ের বর-কনে দুজনেই পুরুষ এবং সমকামী। তাই নিয়মে রীতিতে বাঙালি বিয়ের যাবতীয় পালিত হলেও এই বিয়েটি নজর কেড়েছে নেটিজেনদের। কারণ বিয়ে করলেন 'হাজব্যান্ড অ্যান্ড হাজব্যান্ড'। বিয়ের পাত্ররা দুজন দুই শহরের হলেও আসর বসেছিল হায়দরাবাদের। আর সেখানেই চার হাত এক হল কলকাতা ও হায়দরাবাদের দুই যুবকের।
advertisement
2/7
প্রেমের সম্পর্কে বিয়ের সামাজিক সিলমোহর দিলেন দেশের দুই শহরের দুই সমকামী যুবক যুগল। হায়দরাবাদে তাঁরা বিয়ে করেন। শনিবার হায়দরাবাদে আয়োজিত এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। তাঁদের সম্মতিতেই বিয়ে করেন যুবক যুগল।
advertisement
3/7
আর পাঁচটি বিবাহ অনুষ্ঠানের মতোই মেহেন্দি, আংটি বিনিময়ের মাধ্যমে চারহাত এক করেন এই যুগল। তাঁদের নাম সুপ্রিয় চক্রবর্তী ও অভয় দাং। সুপ্রিয়র বাড়ি কলকাতা। অভয় হায়দরাবাদের বাসিন্দা। সুপ্রিয় একটি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনের শিক্ষক। অন্যদিকে অভয় MNC তে কর্মরত।
advertisement
4/7
জানা গিয়েছে, প্রায় ৮ বছর ধরে সম্পর্কে ছিলেন অভয় ও সুপ্রিয়। তারপর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন হায়দরাবাদের একজন ট্রান্সভেস্টিট ব্যক্তি সোফিয়া ডেভিড।
advertisement
5/7
অনুষ্ঠানে উপস্থিত সকলেই এই অন্যরকম বিয়েতে হাজির থেকে নিজেদের আনন্দ জানিয়েছেন। বিবাহিত যুগলকে আশীর্বাদ ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন প্রিয়জনেরা।
advertisement
6/7
সুপ্রিয়-অভয়ের কথায়, "আমরা আমাদের সিদ্ধান্তের কথা জানানোর পরে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি আত্মীয় ও বন্ধুদের কাছ থেকে। তবে আজ সকলেই এই উদযাপনে সামিল হওয়ায় আমরা খুশি।"
advertisement
7/7
একইসঙ্গে তাঁরা বলেন, গায়ে হলুদ থেকে মেহেন্দি সবেতেই যেন মেয়েদের একচ্ছত্র অধিকার। সবই মেয়েদের বিষয় এমনটাই মনে করে চলা হয়। আমরা সেই 'মাইন্ডসেট' বদলাতে চেয়েছি। আমরাও টোপর পরে গায়ে হলুদে সামিল হয়েছি। আবার মেহেন্দি অনুষ্ঠানে হয়েছে কত্থক নাচ। আর এভাবেই নজির গড়তে চেয়েছি আমরা।"
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral ||Gay Couple Ties Knot: দুটি মন ভালোবাসাকে পেল আরও কাছাকাছি! সবাইকে সাক্ষী রেখেই বিয়ে Kolkata-Hyderabad-এর যুবকের...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল