TRENDING:

Rose Plant Gardening Tips: গোলাপ গাছের দুর্দান্ত সার! ব্রেকফাস্ট খাওয়ার পরে ডাস্টবিনে ফেলে দেন..একটু কেরামতি করে টবের মাটিতে দিলেই হল

Last Updated:
অনেকেই মনে করেন গোলাপ খুব সুখী গাছ৷ একটু এদিক থেকে ওদিক হলেই আর বাঁচানো যায় না৷ অনেকে আবার বলেন, গাছ তড়বড়িয়ে বাড়লেও ফুল আসতে চায় না মোটেই৷ গোলাপ গাছকে সুস্থ রাখা এবং চলটজলদি ফুল আনার জন্য রয়েছে কিছু ঘরোয়া উপায়৷ এই প্রতিবেদনে সে সব নিয়েই আলোচনা করব আমরা৷
advertisement
1/8
গোলাপ গাছের দুর্দান্ত সার! ব্রেকফাস্ট খাওয়ার পরে ডাস্টবিনে ফেলে দেন..একটু কেরামতি করে টবে
নভেম্বর শেষ থেকেই শুরু হয়ে যায় সময়৷ ডিসেম্বরের প্রথম সপ্তাহ শীতের গোলাপ গাছ লাগানোর আদর্শ সময়, এরপর থেকেই নিয়মিত পরিচর্যা আর যত্ন করতে থাকলে বাগান থেকে ব্যালকনি ভরে উঠবে রঙিন গোলাপে৷ সুবাসিত হবে ঘরদোর৷
advertisement
2/8
অনেকেই মনে করেন গোলাপ খুব সুখী গাছ৷ একটু এদিক থেকে ওদিক হলেই আর বাঁচানো যায় না৷ অনেকে আবার বলেন, গাছ তড়বড়িয়ে বাড়লেও ফুল আসতে চায় না মোটেই৷ গোলাপ গাছকে সুস্থ রাখা এবং চলটজলদি ফুল আনার জন্য রয়েছে কিছু ঘরোয়া উপায়৷ এই প্রতিবেদনে সে সব নিয়েই আলোচনা করব আমরা৷
advertisement
3/8
প্রথমেই আসা যাক একটা অত্যন্ত সহজলভ্য সারের কথায়৷ যাঁরা বাগানচর্চা করে থাকেন, তাঁদের কাছে অবশ্য এই সার খুব একটা অপরিচিত নয়৷ তবে, যাঁরা নতুন নতুন গাছের শখ লালন করতে শুরু করেছেন, তাঁরা জেনে রাখুন৷ ব্রেকফাস্টে আমরা অনেকেই শীতকালে চা, পাউরুটি, ডিম সেদ্ধ, কলা সহযোগে খেয়ে থাকি৷ এর মধ্যে তিনটিতেই লুকিয়ে রয়েছে দুর্দান্ত সারের রহস্য৷
advertisement
4/8
প্রথমটা হল কলার খোসা৷ কলার খোসা পটাশিয়াম সমৃদ্ধ, যা গোলাপ গাছের জন্য অত্যন্ত উপকারী। এগুলো ভাল করে রোদে শুকিয়ে গুঁড়ো করে অথবা জলে ভিজিয়ে সার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি গাছের বৃদ্ধি উন্নত করতে সাহায্য করে এবং কয়েক দিনের মধ্যে আরও বেশি এবং সতেজ গোলাপ ফুল ফোটে।
advertisement
5/8
তারপরেই রয়েছে ডিম৷ ডিমের খোসা ক্যালসিয়ামের একটি চমৎকার উৎস, যা গোলাপ গাছের শিকড়কে শক্তিশালী করতে এবং ফুলের বৃদ্ধিতে সাহায্য করে। এগুলি ধুয়ে, শুকিয়ে মাটিতে মিশিয়ে নিন। এটি গাছের জন্য প্রাকৃতিক সার হিসেবে কাজ করে এবং শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে।
advertisement
6/8
শেষে ব্যবহৃত চা পাতা৷ চা পাতা নাইট্রোজেনের একটি ভাল উৎস এবং গোলাপ গাছকে সুস্থ রাখতে সাহায্য করে। এগুলি মাটিতে মিশিয়ে অথবা জলে ভিজিয়ে ব্যবহার করা যেতে পারে। অনেক বাগান প্রেমী নিয়মিত প্রাকৃতিক সার হিসেবে এগুলি ব্যবহার করেন।
advertisement
7/8
অনেকেই বাটার মিল্ক খেয়ে থাকেন আজকাল৷ শীতে যদিও চল টা একটু কম৷ বাটারমিল্কে উপকারী ব্যাকটেরিয়া থাকে যা মাটির গুণমান উন্নত করে এবং গোলাপ গাছে পুষ্টি সরবরাহ করে। টবের মাটিতে অল্প পরিমাণে বাটারমিল্ক যোগ করে এটি ব্যবহার করা যেতে পারে। এটি অতিরিক্ত পরিমাণে না দেওয়ার বিষয়ে সতর্ক থাকুন এবং শুধুমাত্র প্রয়োজন অনুসারে ব্যবহার করুন।
advertisement
8/8
যদি আপনার গোলাপ গাছে ফুল না আসে অথবা দ্রুত শুকিয়ে যায়, তাহলে আপনি পেঁয়াজের খোসা থেকে তৈরি সার ব্যবহার করতে পারেন। শুকনো পেঁয়াজের খোসা, যা প্রায়শই বাড়িতে ফেলে দেওয়া হয়, অথবা মাটির সাথে পুঙ্খানুপুঙ্খভাবে মিশিয়ে গাছের মাটিতে যোগ করুন। এটি মাটিতে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে এবং গাছটিকে দ্রুত শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Rose Plant Gardening Tips: গোলাপ গাছের দুর্দান্ত সার! ব্রেকফাস্ট খাওয়ার পরে ডাস্টবিনে ফেলে দেন..একটু কেরামতি করে টবের মাটিতে দিলেই হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল