TRENDING:

পরীক্ষার রেজাল্ট ভাল করতে চান ? এই কাজগুলো করুন

Last Updated:
advertisement
1/8
পরীক্ষার রেজাল্ট ভাল করতে চান ? এই কাজগুলো করুন
• পরীক্ষা বিষয়টা বেশিরভাগ পড়ুয়ার কাছেই ফোবিয়ার মতো ৷ যতই পড়াশোনা আমরা করি না কেন, পরীক্ষা যতই সামনে এগিয়ে আসে ততই পেট গুলিয়ে, যেন হাত-পা ঠাণ্ডা হতে থাকে ৷ মনে হয়, সব পড়াই বোধহয় ভুলে যাচ্ছি ৷ কিন্তু বিনা টেনশনেও রেজাল্ট ভাল করতে গেলে সারা বছর মন দিয়ে পড়তে হবে ৷ আর তার সঙ্গে সঙ্গে যদি জ্যোতিষশাস্ত্রের কয়েকটি নিয়মাবলী মেনে চলা যায়, তাহলে ভাল ফলাফল অবসম্ভাবী ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
2/8
• পূর্ব দিকে মুখ করে বসে পড়াশোনা করা ভাল। বাড়ির উত্তর-পূর্বের ঘরে এবং ঘরের উত্তর-পূর্ব কোণে বসে পড়াশোনা করলে রেজাল্ট ভাল হয়। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
3/8
• পড়ার টেবিলের ওপর ক্রিস্টাল বল ঝুলিয়ে দিন। বলটি রোজ একটু রোদে রাখতে পারলে ভাল। পড়ার টেবিলের উপর সবুজ কাপড় বা রেক্সিন বিছিয়ে তার ওপর কাচ দিয়ে দিলে ভাল। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
4/8
• নীল সরস্বতী কবচ অথবা অষ্টবিনায়ক কবচ ধারণ করলে ফল ভাল হয়। চারমুখী রুদ্রাক্ষ অথবা গণেশ রুদ্রাক্ষ ধারণে ফল ভাল হয়। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
5/8
• সরস্বতী যন্ত্রম এবং গণেশ যন্ত্রম স্থাপন করে নিত্য ধূপ দেখিয়ে পূজো করলে ফল ভাল হয়। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
6/8
• পড়ার টেবিলের উপর কাচের গ্লাসে জল রেখে তার মধ্যে কয়েকটা মুক্তো রেখে দিলে ভাল রেজাল্ট হয় এবং পরীক্ষার্থীর মনের টেনশন কাটায়। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
7/8
• কয়েকটা পেন্সিল ছুলে সূচলো মুখটা উপর দিক করে রেখে দিন কাচের গ্লাসের মধ্যে। মেধার তীব্রতা বাড়বে। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
8/8
• দশা-অন্তদশার গ্রহদের জপ, যজ্ঞ ও গ্রহশান্তি করালে রেজাল্ট ভাল হবে। ছবি: পিক্স্যাবে ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
পরীক্ষার রেজাল্ট ভাল করতে চান ? এই কাজগুলো করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল