TRENDING:

পৃথিবীর 'এই' পাঁচটি জিনিস মহাকাশ থেকে দেখা যায়! নামগুলো শুনলে অবাক হবেন, গ্যারান্টি

Last Updated:
Earth things can be seen from space: পৃথিবীর কাছে মহাকাশে ২৫০ মাইলের মধ্যে  ইন্টারন্যশনাল স্পেস স্টেশন রয়েছে। সেখান থেকে পৃথিবীর পাঁচটি জিনিস স্পষ্ট দেখা যায়। এই নামগুলো সম্পর্কে অনেকেরই কোনও ধারণা নেই। আজ জেনে নিন।
advertisement
1/11
পৃথিবীর 'এই' পাঁচটি জিনিস মহাকাশ থেকে দেখা যায়! নামগুলো শুনলে অবাক হয়ে যাবেন
মহাকাশ নিয়ে বহু মানুষের মধ্যে কৌতুহলের শেষ নেই। তবে অনেকেই হয়তো জানেন না, মহাকাশ থেকে পৃথিবীর কয়েকটি জিনিস দেখা যায়।
advertisement
2/11
পাঁচটি খুব বিখ্যাত জিনিস দেখা যায় মহাকাশ থেকে। নামগুলো আমরা আপনাদের জানালে অবাক না হয়ে পারবেন না।
advertisement
3/11
পৃথিবীর কাছে মহাকাশে ২৫০ মাইলের মধ্যে স্পেস স্টেশন রয়েছে। সেখান থেকে পৃথিবীর পাঁচটি জিনিস স্পষ্ট দেখা যায়।
advertisement
4/11
১২০ কিমি লম্বা সুয়েজ খাল স্পষ্ট দেখা যায় মহাকাশ থেকে। ইউরোপ ও এশিয়ার ব্য়বসায়িক সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এই খাল।
advertisement
5/11
২০০১ সালে আলফা স্পেশ স্টেশন থেকে মিশরের পিরামিডের ছবি তুলেছিলেন মহাকাশচারীরা।
advertisement
6/11
ভারত, নেপাল, পাকিস্তান, চিন, ভূটানের ১৫০০ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে হিমালয়। মহাকাশ থেকে হিমালয়ের চূড়া দেখা যায় বলে জানা যায়।
advertisement
7/11
অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ প্রায় ২৬০০ কিমি এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে। সেটিও মহাকাশ থেকে দেখা যায় বলে দাবি করা হয়।
advertisement
8/11
Chuquicamata পৃথিবীর সব থেকে বড় তামা খনি। আড়াই মাইল এলাকাজুড়ে বিস্তৃত এটি। সেটিও মহাকাশ থেকে দেখা যায় বলে জানা যায়।
advertisement
9/11
প্রায় ৬৮৫৩ কিমি ছড়িয়ে রয়েছে অ্যামাজন নদী। প্রায় ৬টি দেশ ছুঁয়ে যায় এই নদী। সেটিও মহাকাশ থেকে দেখা যায়।
advertisement
10/11
চিনের দ্য গ্রেট ওয়াল মহাকাশ থেকে দেখা যায় বলে জানা যায়। এটি চিনের উত্তর সীমার অবস্থিত।
advertisement
11/11
দেখে মনে হয় তার দিয়ে বানানো কোনও গাছ। দুবাইয়ের পাম জুমেরাহ আইল্যান্ড ২০০১ সালে তৈরি হয়েছিল। সেটিও ইন্টারন্যাশনাল স্পেশ স্টেশন থেকে দেখা যায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
পৃথিবীর 'এই' পাঁচটি জিনিস মহাকাশ থেকে দেখা যায়! নামগুলো শুনলে অবাক হবেন, গ্যারান্টি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল