TRENDING:

'আমি কন্যাদান করব না... ' মেয়ের বিয়েতে এ কী বললেন বাবা! মুহূর্তে চোখের জলে ভাসল উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম

Last Updated:
Father Daughter Story: ভারতীয় বিয়ের নানা পর্বের মধ্যে কন্যাদান পর্বটি অন্যতম। যে কোনও পরিবারের জন্য এটি একটি আবেগঘন মুহূর্ত তৈরি করে দেয়। ঠিক যেমন মেয়ের বিদায়পর্ব। মা-বাবার জন্যেও এই মুহূর্তটি হয় এক অত্যন্ত বিষাদের মুহূর্ত।
advertisement
1/13
'আমি কন্যাদান করব না... ' মেয়ের বিয়েতে এ কী বললেন বাবা! চোখের জলে ভাসল উত্তর থেকে দক্ষিণ
বিয়ের নানা মুহূর্ত বারবারই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। কখনও সেই সব ছবি দেখলে মুখে হাসি চওড়া হয়, কখনও তা এমনই বিষাদমধুর হয় যে চোখে জল চলে আসে তাঁদেরও যাঁদের ওই দৃশ্য দেখার সুযোগ হয়।
advertisement
2/13
ভারতীয় বিয়ের নানা পর্বের মধ্যে কন্যাদান পর্বটি অন্যতম। যে কোনও পরিবারের জন্য এটি একটি আবেগঘন মুহূর্ত তৈরি করে দেয়। ঠিক যেমন মেয়ের বিদায়পর্ব। মা-বাবার জন্যেও এই মুহূর্তটি হয় এক অত্যন্ত বিষাদের মুহূর্ত।
advertisement
3/13
কী হয় যখন বিয়েতে এই ওই বিশেষ মুহূর্তে একজন বাবা তাঁর অনুভূতিগুলিকে শব্দে তুলে ধরেন? তখন মুহূর্তটি আসলে আরও বিশেষ হয়ে ওঠে। সম্প্রতি এমনই কিছু দেখা গেল, যা মুহূর্তে ভাইরাল হয়ে চোখে জল এনে দিল নেটিজেনদের।
advertisement
4/13
এই বিয়েতে কনের বাবা তাঁর মেয়ের বিয়ে উপলক্ষে এমন কিছু আবেগঘন ও হৃদয়স্পর্শী লাইন বলেন যা শুধু তাঁকেই স্তব্ধ করে দেয়নি, শুনেই মেয়েও বাবাকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রতীকী ছবি
advertisement
5/13
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ এখানে একজন বাবা তাঁর মেয়েকে যে লাইনগুলি বলছেন তা আশীর্বাদের চেয়ে কম নয়। এই বিবাহ এক অর্থে একটি নতুন ভাবনার সূচনা। প্রতীকী ছবি।
advertisement
6/13
এই বিশেষ উপলক্ষ্যে কনের বাবার কথাগুলি শুনে শুধু সেখানে উপস্থিত সকলেরই নয়, সোশ্যাল মিডিয়ার নেটিজেনদেরও কার্যত চোখে জলে চলে আসে। প্রতীকী ছবি।
advertisement
7/13
ঠিক কী বলেছিলেন কন্যাদায়গ্রস্থ পিতা? অত্যন্ত আবেগমথিত কণ্ঠে কনের বাবা বলেন, "আমি বাবা, আমি কন্যাদান করব না। যাও, আমি এই নিয়ম মানি না। কারণ আমার মেয়ে দান করার জিনিস নয়।" প্রতীকী ছবি।
advertisement
8/13
চোখের জলে ভেসে বাবা তাঁর মেয়েকে বলেন, "তুমি যেখানেই যাও সবাইকে প্রচুর ভালবাসা দেবে। আমি তোমায় দান করব না, কারণ তুমি দাতব্য না।তোমাকে তোমার জীবনকে অন্য এক ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলতেহবে, তবে মনে রেখো, বাবা যতই গরীব হোক না কেন, বাবাই রাজা।" প্রতীকী ছবি।
advertisement
9/13
"সেই বাবার জন্য মেয়ে একজন রাজকুমারী।সেই মেয়ে সর্বদা তাঁর মনের মধ্যে থাকে।আমি কী আমার হৃদয়ের একটি টুকরোকে দান করতে পারি?না, পারি না। বরং আমি তাঁকে আমার হৃদয় ও মন থেকেএকটি নতুন জীবনের জন্য,একটি নতুন শুরুর জন্য,একটি নতুন অনুভূতির জন্যশুভেচ্ছা জানাব।" প্রতীকী ছবি।
advertisement
10/13
কনের পিতা উপস্থিত সকলের উদ্দেশ্যে এরপর স্পষ্ট বলেন, "আমি কন্যাদান করব না..."। মেয়ের বিয়েতে বাবার মনের গভীর থেকে উঠে আসা এই আর্তি উপস্থিত আত্মীয় পরিজন থেকে বন্ধু ও পরিবারের যেই শুনলো তাঁদেরই চোখে জল চলে এল। প্রতীকী ছবি।
advertisement
11/13
একজন পিতার তাঁর সন্তানদের প্রতি ভালবাসা অমূল্য এবং যখন এই ভালবাসা তাঁর মেয়ের জন্য কথায় প্রকাশ করা হয়, তখন এটি একটি ঐতিহাসিক অমূল্য মুহূর্ত হয়ে ওঠে। এই কনের বিয়েতেও তেমনই যেন কিছু দেখা গেল। প্রতীকী ছবি।
advertisement
12/13
এই বার্তা শুনে বাবাকেও ধন্যবাদ জানালেন মেয়ে। কনে কয়েকটি শব্দে নিজের অনুভূতি ব্যক্ত করেন যা সত্যিই হৃদয় ছুঁয়ে গিয়েছে সবার। তিনি লেখেন, "গত বছরটি আমার জন্য খুব বিশেষ ছিল, এবং আমি গর্বিত যে আমার বাবা আমার বিয়ের দিনটিকে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন করে দিয়েছেন। বাবা-মা এই দিনটি আমার জন্য এতো সুন্দর করে সাজিয়েছেন যে আমার কাছে দিনটি সব দিকে থেকে স্পেশাল হয়ে উঠেছে। তাঁদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা ছাড়া এটি সম্ভব হত না।" প্রতীকী ছবি।
advertisement
13/13
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি চূড়ান্ত `ভাইরাল হয়। ভিডিও দেখে প্রত্যেক মা-বাবারই মন ভিজে যায়। নেটিজেনরাও এই ভিডিওটি দেখে আবেগে ভাসেন। মেয়ের বিদায় পর্বে সবাইকে তাঁর একটি বার্তা দিয়ে মুহূর্তের মধ্যে আবেগাপ্লুত করে ফেলেন এই বাবা। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
'আমি কন্যাদান করব না... ' মেয়ের বিয়েতে এ কী বললেন বাবা! মুহূর্তে চোখের জলে ভাসল উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল