Famous Indian Wedding: মেয়ের বিয়েতে রাজকীয়তার ছোঁয়া আনতে প্রায় ৫০০ কোটি টাকা উড়িয়েছিলেন প্রাক্তন মন্ত্রী! সংসদ হয়েছিল তোলপাড়
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Janardhan Reddy Daughter Brahmani Wedding: নজিরবিহীন জাঁকজমক করে মেয়ের বিয়ে দিয়েছিলেন কর্নাটকের প্রাক্তন মন্ত্রী জি জনার্দন রেড্ডি। সেই ঘটনার প্রায় ৬ বছর কেটে গেলেও তা নিয়ে আজও সমান ভাবেই চর্চা হচ্ছে।
advertisement
1/6

এমন একটা বিয়ে, যা আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গিয়েছে! এমনকী এই নিয়ে প্রসঙ্গ উত্থাপিত হয়েছিল সংসদেও! আসলে নজিরবিহীন জাঁকজমক করে মেয়ের বিয়ে দিয়েছিলেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জি জনার্দন রেড্ডি। সেই ঘটনার প্রায় ৬ বছর কেটে গেলেও তা নিয়ে আজও সমান ভাবেই চর্চা হচ্ছে। আর হবে না-ই বা কেন? মেয়ের বিয়েতে রীতিমতো রাজকীয় আয়োজন করেছিলেন প্রাক্তন মন্ত্রী। এমনকী, কনের গহনা এবং পোশাকের দাম শুনলেও সাধারণ মানুষের চক্ষু চড়কগাছ হয়ে যাবে! সেই গল্পই শুনে নেওয়া যাক।
advertisement
2/6
২০১৬ সালের ৬ নভেম্বর এই বহুলচর্চিত রাজকীয় বিয়ের আসর বসেছিল। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই বিবাহ আসরে নিমন্ত্রিত ছিলেন প্রায় ৫০ হাজার অতিথি। আর এই অতিথিদের আমন্ত্রণের ক্ষেত্রেও আনা হয়েছিল অভিনবত্ব। তৈরি করা হয়েছিল এলসিডি স্ক্রিন প্লেয়িং কার্ড। এর ডিজাইনও ছিল অনবদ্য। একটি বাক্সের মধ্যে রাখা ছিল আমন্ত্রণপত্র। বাক্স খোলামাত্রই একটি গান বাজতে থাকত। আর এই গানটি রেড্ডি পরিবারের সদস্যদের নিয়েই রেকর্ড করা হয়েছিল। ওই পরিবারের সমস্ত সদস্যকেই নিজেদের অতিথিদের আলাদা আলাদা ভাবে নিমন্ত্রণ করতে দেখা যায়।
advertisement
3/6
এখানেই শেষ নয়, বিবাহের আসর বসেছিল বেঙ্গালুরু প্যালেস গ্রাউন্ডে। বিবাহের অনুষ্ঠানে আগত অতিথিদের বিয়ের আসরে পৌঁছে দেওয়ার জন্য মোট ৪০টি বিলাসবহুল গরুর গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। বলিউডের বিখ্যাত আর্ট ডিরেক্টররা বিয়ের মণ্ডপ সজ্জা করেছিলেন। বিজয়নগর শৈলীর মন্দিরের আদলে তৈরি হয়েছিল সেই মণ্ডপ। খাবার জায়গাটিকে আবার সাজানো হয়েছিল বেল্লারি গ্রামের আদলে। কারণ এই গ্রামেই পৈতৃক বাড়ি জনার্দন রেড্ডির।
advertisement
4/6
অতিথিদের আদর-আপ্যায়নেও ত্রুটি রাখেননি কনের পিতা। আমন্ত্রিতদের থাকার ব্যবস্থা করা হয়েছিল বেঙ্গালুরুর পাঁচতারা এবং তিনতারা কিছু হোটেলে। প্রায় ১৫০০ রুম বুক করা হয়েছিল। এমনকী অতিথিদের আনা-নেওয়া করার জন্য প্রায় ২০০০টি ক্যাব এবং ১৫টি হেলিকপ্টারও ভাড়া করেছিলেন রেড্ডি। অনুষ্ঠানস্থল মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তার চাদরে। আর হবে না-ই বা কেন! আসলে রেড্ডি পরিবারের সদস্যরা সকলেই রাজকীয় পোশাক পরেছিলেন। সেই সঙ্গে কোটি কোটি টাকার সোনা এবং হিরের গহনায় নিজেদের মুড়ে নিয়েছিলেন।
advertisement
5/6
তবে আসল চমক তো ছিল কনের পোশাকে। কারণ রেড্ডি-কন্যা ব্রাহ্মণী নিজের বিয়েতে পরেছিলেন ১৭ কোটি টাকার শাড়ি। সেই সঙ্গে গায়ে ছিল প্রায় ৯০ কোটি টাকার অলঙ্কার। পাঁচ দিন ধরে চলেছিল এই চর্চিত বিয়ের অনুষ্ঠান। শোনা যায়, সব মিলিয়ে এই বিয়েতে খরচ হয়েছিল প্রায় ৫০০ কোটি টাকা!
advertisement
6/6
তবে রেড্ডি-কন্যার বিয়ের এই বিপুল খরচ নিয়ে অবশ্য ব্যাপক বিতর্ক হয়েছিল। বিরোধীদের তোপের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। আসলে সেই সময় জনার্দন রেড্ডি ছিলেন কর্ণাটকের বিজেপি সরকারের মন্ত্রী। ফলে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি এই বিষয়টাকে নিয়ে বেশ জলঘোলা করেছিল। এমনকী সংসদেও মায়াবতী-সহ আরও কয়েকজন নেতা প্রশ্ন তোলেন যে, মেয়ের বিয়েতে খরচ করার মতো ৫০০ কোটি টাকা কোথায় পেয়েছিলেন রেড্ডি- কারণ তিনি এর আগে খনি কেলেঙ্কারিতে জেলও খেটেছিলেন!
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Famous Indian Wedding: মেয়ের বিয়েতে রাজকীয়তার ছোঁয়া আনতে প্রায় ৫০০ কোটি টাকা উড়িয়েছিলেন প্রাক্তন মন্ত্রী! সংসদ হয়েছিল তোলপাড়