TRENDING:

Non-alcoholic Drink: মদের মতো, কিন্তু মদ নয়! পার্টিতে নিশ্চিন্তে খেতে পারেন গ্লাসের পর গ্লাস, নেশা নয় শুধুই মজা

Last Updated:
হাউস পার্টি হোক কিংবা পিকনিক এই ধরনের পানীয় সঙ্গে রাখতে চাইছেন বর্তমানে তরুণ প্রজন্মরা। অ্যালকোহলে না মুঝে অ্যালকোহলের মতোই আনন্দদায়ক এই পানীয়।
advertisement
1/6
মদ কিন্তু মদ নয়! পার্টিতে নিশ্চিন্তে খেতে পারেন গ্লাসের পর গ্লাস, নেশা নয় মজা!
শীতকাল মানেই একাধিক পার্টি এবং পিকনিক। আর এই সমস্ত পার্টি পিকনিকে রঙিন পানীয় খুবই সাধারণ ব্যাপার। তবে অনেকেই এখন অ্যালকোহল যুক্ত রঙিন পানীয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন। তাদের জন্য রইল অ্যালকোহল ছাড়া এই সমস্ত পানীয়। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
সোডা কিংবা মকটেল তো বাজারে রয়েছেই, তবে বাজারে এখন ট্রেন্ডিংয়ে চলছে এক বিশেষ ধরনের পানীয়। নন অ্যালকোহলিক বিয়ার অনেকদিন ধরেই বাজারে লভ্য, তবে বর্তমানে তার সঙ্গে যুক্ত হয়েছে অ্যালকোহল বিহীন জিন, ভডকা, রাম, ককটেল।
advertisement
3/6
জানা যাচ্ছে অ্যালকোহল না থেকেও তার স্বাদ অবিকল দেওয়ার পাশাপাশি এই পানিও গুলির আরেকটি বৈশিষ্ট্য ক্যালরি এতে একদমই কম রয়েছে। এবং অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ এর তেমন কোনও খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া নেই যা অ্যালকোহল পান করলে হয়।
advertisement
4/6
তরুণ প্রজন্মের অনেকেই বর্তমানে স্বাস্থ্য সচেতন। অনেকেই নিয়মিত শরীর চর্চা করেন। তাই তারা বর্তমানে এই ধরনের অ্যালকোহল বিহীন পানীয়তেই মজেছে।
advertisement
5/6
পরিসংখ্যান বলছে, আগের প্রজন্মের চেয়ে বর্তমান প্রজন্মে অনেকেই অ্যালকোহলে অরুচি দেখাচ্ছেন। তবে তারা এই বিশেষ ধরনের বিনা অ্যালকোহলের পানীয়তে মজেছেন।
advertisement
6/6
তাই এই শীতের উৎসবের মরশুমও এর ব্যতিক্রম নয়। হাউস পার্টি হোক কিংবা পিকনিক এই ধরনের পানীয় সঙ্গে রাখতে চাইছেন বর্তমানে তরুণ প্রজন্মরা। অ্যালকোহলে না মুঝে অ্যালকোহলের মতোই আনন্দদায়ক এই পানীয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Non-alcoholic Drink: মদের মতো, কিন্তু মদ নয়! পার্টিতে নিশ্চিন্তে খেতে পারেন গ্লাসের পর গ্লাস, নেশা নয় শুধুই মজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল