TRENDING:

এক বিশেষ একাদশী আজ , এদিন এই কাজগুলো করলে কিন্তু জীবনে অন্ধকার ঘনিয়ে আসবে

Last Updated:
advertisement
1/6
এক বিশেষ একাদশী আজ , এদিন এই কাজগুলো করলে কিন্তু জীবনে অন্ধকার ঘনিয়ে আসবে
•• আজ দেবউটনি একাদশী ৷ এই একাদশী সম্পর্কে আমরা কতজন আর জানি বলুন তো! তবে হিন্দু শাস্ত্র বলছে এই একাদশীর খুবই মাহাত্ম্য গুণ রয়েছে ৷ এই একাদশীকে প্রবোধনী একাদশীও বলা হয় ৷
advertisement
2/6
•• চাল থেকে তৈরি কোনও খাবার এদিন গ্রহণ করা শাস্ত্রবিরোধী ৷
advertisement
3/6
•• একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করা উচিত ৷ অর্থাৎ এদিন কাম ভাবনা থেকে বিরত থাকুন ৷ এইদিন ভগবান শ্রী বিষ্ণুর পুজো করলে বেশি ফল মেলে ৷ সেই কারণে এদিন শ্রী বিষ্ণুর পুজো করুন ৷
advertisement
4/6
•• এর পাশাপাশি দেবউটনি একাদশীতে অনেক কিছু করার উপরেও নিষেধ রয়েছে হিন্দুশাস্ত্রে ৷ আসুন সেগুলি নিয়ে একটু আলোচনা করা যাক ৷ ভগবান বিষ্ণুর কাছে একাদশীর ব্রত সবচেয়ে প্রিয় ৷ পুরাণে বলা আছে, এইদিন যাঁরা ব্রত করেন তাঁরা যেন পেঁয়াজ, রসুন-সহ আমিষ খাদ্য গ্রহণ না করেন ৷ তামসিক খাওয়া-দাওয়া এদিন বর্জন করতে হবে ৷
advertisement
5/6
•• এই একাদশীর দিন শান্তি বজায় রাখুন ৷ ভুলেও কলহ-বিবাদে জড়িয়ে পড়বেন না ৷ এতে সংসারে কালো অন্ধকার নেমে আসবে ৷ আপনার উপর মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে ফিরে যেতে পারে ৷
advertisement
6/6
•• শাস্ত্র অনুযায়ী বলা হয়, এইদিনে ভগবান বিষ্ণু তাঁর যোগনিদ্রা ত্যাগ করে, জেগে ওঠেন ৷ আর সেই কারণে বিশেষ পুজো করা হয় ৷ এবং দিনটিকে শুভ এবং খুবই মঙ্গলময় হিসেবেও ধরা হয় ৷ বলা হয়, এদিন নিষ্ঠাভরে যিনি বা যাঁরা পুজোপাঠ করেন এবং সংযম পালন করেন, তিনি বা তাঁরা বৈকুন্ঠ ধাম লাভ করেন ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
এক বিশেষ একাদশী আজ , এদিন এই কাজগুলো করলে কিন্তু জীবনে অন্ধকার ঘনিয়ে আসবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল