TRENDING:

পৌষ মাসে ভুলেও এই কাজগুলো করবেন না, মহাদেবের কোপে অমঙ্গল নেমে আসবে!

Last Updated:
advertisement
1/7
পৌষ মাসে ভুলেও এই কাজগুলো করবেন না, মহাদেবের কোপে অমঙ্গল নেমে আসবে!
•• আজ ১ পৌষ ৷ আর এই মাসের রয়েছে গুরুত্বপূর্ণ মাহাত্ম্য ৷ সঙ্গে আজই পৌষমাসের প্রথম সোমবার ৷ সেই কারণে এইদিনটিতে দেবাদিদেব মহাদেবের পুজো করলে ফল মেলে এক্কেবারে হাতে নাতে ৷
advertisement
2/7
•• উপোস করে পুজো করা হয় মহাদেবের ৷ তবে পুজো সমাপ্তির আগেই উপবাস ভঙ্গ করবেন না ৷
advertisement
3/7
•• আমিষ আহার গ্রহণ করবেন না ৷ বিশেষ করে প্রতি সোমবার নিরামিষ ভোজন করুন ৷
advertisement
4/7
•• এই মাসে দাঁড়ি না কামানোই মঙ্গল ৷
advertisement
5/7
•• এই মাসে সাপ নিধন করবেন না ৷ এতে আপনার জীবনে অমঙ্গল নেমে আসতে পারে ৷
advertisement
6/7
•• মাছদের খেতে দিন ৷ এবং মাছকে খাওয়ানোর সময় শিব-পার্বতীকে মনে মনে স্মরণ করুন ৷ এতে আপনার অর্থ কষ্ট দূর হবে ৷ ভুল করেও মাছের হানি ঘটানোর চেষ্টা করবেন না ৷
advertisement
7/7
•• এদিন মহাদেবের উদ্দেশে ধুপ, সুগন্ধি ও চন্দন নিবেদন করে পুজো কর হয় তাকে সন্তুষ্ট করার জন্য। এই মাসে যদি কোনও কারনে দেবাদিদেব অসন্তুষ্ট হয় তাহলে তার ক্রোধে আমাদের ভয়ানক ক্ষতি হতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
পৌষ মাসে ভুলেও এই কাজগুলো করবেন না, মহাদেবের কোপে অমঙ্গল নেমে আসবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল