Dog Attack: কুকুরের কামড়ে ছিন্নভিন্ন ৭ মাসের শিশু! তাকাতে পারছিল না পুলিশও...কী ভাবে কেন ঘটে গেল এই ঘটনা, বিলাপ বাবা-মায়ের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
৭ মাসের কন্যার সঙ্গে তাঁদের প্রিয় ৩ পোষ্য কুকুরের খুনসুটির ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেন ওই দম্পতি৷ কিন্তু, কোথা থেকে কী ভাবে যেন ঘটে গেল মর্মান্তিক ঘটনা৷
advertisement
1/11

কুকুর দেখে আমরা অনেকেই ভয় পাই৷ বিশেষ করে রাস্তার কুকুর৷ রাস্তার কুকুরদের নিয়ন্ত্রণ করার মতো কেউ থাকে না৷ তার উপর ওরা দল বল নিয়ে থাকে৷ একটা আক্রমণ করলেই বাকিরা তেড়ে আসে৷
advertisement
2/11
রাস্তার কুকুরদের কোনও রকমের ভ্যাক্সিনও দেওয়া থাকে না৷ ফলে কুকুরের কাম়ড়ে জলাতঙ্ক হওয়ার আশঙ্কাও প্রবল৷
advertisement
3/11
কুকুরদের কাছ থেকে সবসময় ছোট বাচ্চাদের আড়ল করে রাখতে চায় তাদের বাবা মায়েরা৷ কিন্তু, সেই কুকুর যদি পোষ্য হয়? তাহলেও কি বাবা-মায়েরা সতর্ক থাকে উচিত?
advertisement
4/11
বাড়িতে যখন কেউ কোনও পোষ্য রাখেন, সবসময় তাঁকে সন্তানস্নেহে লালন করেন৷ কেউ স্বপ্নেও ভাবতে পারে না, তাঁদের অতি প্রিয় পোষ্যের জন্য কোনও সদস্যের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে৷ Generated image
advertisement
5/11
সম্প্রতি এমনই এক ভয়াবহ ঘটনা এসেছে সামনে৷ বিদেশের বহু দেশের মতো ভারতেও পোষ্য কুকুরের আক্রমণে বৃদ্ধার ছিন্নভিন্ন হওয়ার ঘটনা ঘটেছে৷ কিন্তু, এবারে যে খবর সামনে এসেছে তা নৃশংস, তা মর্মান্তিক৷
advertisement
6/11
এক পরিবার অতি যত্নে ৩টি পিটবুল কুকুরকে লালন পালন করতেন৷ এমনকি, তাঁদের সন্তানের সঙ্গে পিটবুলদের সখ্যতা ছিল ভীষণ ঘনিষ্ঠ৷ কিন্তু, তারপর যে কী হল৷
advertisement
7/11
৭ মাসের কন্যার সঙ্গে তাঁদের প্রিয় ৩ পোষ্য কুকুরের খুনসুটির ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেন ওই দম্পতি৷ কিন্তু, কোথা থেকে কী ভাবে যেন ঘটে গেল মর্মান্তিক ঘটনা৷
advertisement
8/11
আমেরিকার ওহাইওর কলম্বাস শহরে ঘটে গিয়েছে এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র ৭ মাস বয়সি একটি শিশুকে তারই পরিবারের পোষা পিটবুল কুকুরের কামড়ে ছিন্নভিন্ন করে দিয়েছে৷
advertisement
9/11
শিশুটির মা ম্যাকেনজি কপলি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমি কোনওদিনই বুঝতে পারব না কেন এমনটা হল!” লিখেছেন, “যে কুকুরটা আমার মেয়ের প্রতিদিনের সঙ্গী ছিল, সে-ই আজ তাকে কেড়ে নিল।”
advertisement
10/11
স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত শিশুটির নাম এলিজাহ টার্নার। পুলিশ জানায়, কলম্বাস শহরের সাউথ চ্যাম্পিয়ন অ্যাভিনিউর বাড়ির ওই কুকুরটি রোজের মতোই শিশুটির সঙ্গে খেলছিল৷ তারপর হঠাৎই আক্রমণ করে। কিন্তু, কুকুরটি ইচ্ছে করে বাচ্চাটিকে আক্রমণ করতে যায়নি৷ কোনওভাবে দুর্ঘটনাটা ঘটে গিয়েছ৷
advertisement
11/11
ফ্র্যাঙ্কলিন কাউন্টি অ্যানিমেল কন্ট্রোল ইতোমধ্যেই তিনটি কুকুরকেই তাদের হেফাজতে নিয়েছে। তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের ভবিষ্যৎ কী হবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Dog Attack: কুকুরের কামড়ে ছিন্নভিন্ন ৭ মাসের শিশু! তাকাতে পারছিল না পুলিশও...কী ভাবে কেন ঘটে গেল এই ঘটনা, বিলাপ বাবা-মায়ের