Snake Facts: জানেন কি, সাপের বিষের রং কেমন? ৯৯ শতাংশ মানুষ জানেন না এই অবিশ্বাস্য তথ্য!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সাপের বিষের রঙ কি? তা নিয়ে মানুষের মনে নানান ধরনের প্রশ্ন বহুদিন ধরেই পাক খায়।
advertisement
1/6

এই যুগ তথ্যে যুগ আর জেনারেল নলেজ শুধুমাত্র কোনও স্কুলের পাঠ্যবইয়ের বিষয় নয়। সাপ নিয়ে মানুষের মনে নানান কৌতূহল বহুদিন ধরেই আর এই ধরনের বিষয় মানুষের মনে আকর্ষণও বাড়ায়।
advertisement
2/6
সাপের বিষের রঙ কি? তা নিয়ে মানুষের মনে নানান ধরনের প্রশ্ন বহুদিন ধরেই পাক খায়। কখনও মনে হয় সাপের বিষের রঙ নীল আবার অনেকের মতে সাপের বিষের রঙ কালো।
advertisement
3/6
বিজ্ঞানসম্মতভাবে সাপের বিষের রঙ হালকা হলুদ রঙের। বেশ কিছু সাপের বিষের রঙ সাদা কিংবা হালকা সবুজ। আবার বেশ কিছু সাপের বিষের রঙ আলাদাও হয়। যদিও সাপের রঙের ক্ষেত্রে হলুদ রঙের বিষের রঙই বেশি দেখা যায়।
advertisement
4/6
সাপ কামড়ালে শরীরে কী হয়?সাপের কামড়ের পরেই সাপের বিষ শরীরের রক্ত জমাট বাঁধিয়ে দেয়। ফলে শরীরে পেশি সঞ্চালন থমকে যায়। হাত পা চালানো যায়। বিজ্ঞানীরা অবশ্য নতুন ওষুধ, ভ্যাকসিন, এবং পেনকিলার তৈরি করেছেন যা সাপের বিষের ক্ষেত্রে কার্যকর।
advertisement
5/6
সাপের বিষ স্বাস্থ্যক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সাপের বিষ থেকে প্রাপ্ত বিভিন্ন উৎসেচক ক্যানসারের চিকিৎসায় কাজে লাগে। এছাড়াও, স্নায়ুর বিভিন্ন রোগের ক্ষেত্রে নানান ওষুধ তৈরি হয়।
advertisement
6/6
কিন্তু, জানেন কেন সাপের বিষ সাধারণত হলুদ হয়? কারণ সাপের বিষে থাকা প্রোটিন এবং উৎসেচকের ফলেই এই রঙ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake Facts: জানেন কি, সাপের বিষের রং কেমন? ৯৯ শতাংশ মানুষ জানেন না এই অবিশ্বাস্য তথ্য!