খুব জাল হচ্ছে! ৫০০ টাকার নোট আসল কি না, এই একটা 'চিহ্ন' দেখলেই বুঝে যাবেন!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
500 rupees fake note- ৫০০ টাকার নোট হাতে পাওয়ার পর দেখে নেবেন- নোটে স্বচ্ছ ভারত-এর লোগো ও স্লোগান ছাপানো আছে কি না!
advertisement
1/6

কোনটি আসল, কোনটি নকল! ৫০০ টাকার নোট এখন জাল হচ্ছে খুব। হাতে নিয়ে চট করে ধরতে পারবেন না। তবে আজ আমরা যে উপায় বলে দেব, তা মেনে চললে আপনি জাল নোট থেকে বাঁচতে পারবেন সহজে।
advertisement
2/6
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বলছে, ৫০০ টাকার আসল নোটকে চিহ্নিত করতে নোটের মধ্যে ১৭টি প্রধান প্রতীক দেওয়া রয়েছে। তবে সেগুলো চট করে আপনি নাও দেখতে পারেন। রাজ্যে একাধিক জাল নোটের কারখানার হদিশ পেয়েছে পুলিশ। তার পর থেকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
advertisement
3/6
এবার আমরা বলব, কীভাবে আপনি আসল ৫০০ টাকার নোট চিনতে পারবেন। প্রথমেই মনে রাখবেন, ৫০০ টাকার নোট আলোর সামনে রাখলে তাতে ৫০০ টাকা লেখা দেখা যায় নোটের মধ্য়ে। নোট ৪৫ ডিগ্রি কোণে ধরা হলে ৫০০ টাকা লেখা দেখা যায়। আসল নোটে ৫০০ টাকা দেবনাগরী হরফে লেখা থাকে। নোটের ঠিক মাঝখানে থাকবে মহাত্মা গান্ধীর ছবি।
advertisement
4/6
আরও মনে রাখবেন-৫০০ টাকার নোটে ভারত ও ইন্ডিয়া লেখা থাকে। নোট ভাঁজ করা হলে থ্রেডের রঙ সবুজ থেকে নীল হয়ে যায়। আরবিআইগভর্নরের স্বাক্ষর এবং আরবিআই লোগো ডানদিকে থাকবে।
advertisement
5/6
৫০০ টাকার নোট হাতে পাওয়ার পর দেখে নেবেন- নোটে স্বচ্ছ ভারত-এর লোগো ও স্লোগান ছাপানো আছে কি না! ৫০০ টাকার নোটে লাল কেল্লা ও ভারতীয় পতাকার ছবি রয়েছে কি না সেটাও দেখে নেবেন।
advertisement
6/6
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) তার আরবিআই কেহতা হ্যায় ওয়েবসাইটে একটি আসল নোটে পরীক্ষা করার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। আপনি চাইলে সেখানে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
খুব জাল হচ্ছে! ৫০০ টাকার নোট আসল কি না, এই একটা 'চিহ্ন' দেখলেই বুঝে যাবেন!