TRENDING:

Digha Jagannath Temple Prasad: জুনেই রাজ্যের সব বাড়িতে পৌঁছবে দিঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ! কীভাবে পাবেন ঘরে বসে? প্রসাদের বাক্সে কী কী থাকবে? জানুন

Last Updated:
Digha Jagannath Temple Prasad: বাড়ি বাড়ি পৌঁছে যেতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। মিষ্টির বাক্সে করে পাঠানো হবে প্রসাদ। তাতে থাকছে একটি গজা, একটি প্যাড়া ও জগন্নাথ মন্দিরের ছবি। এ মাসের ১৭ থেকে ২৭ জুন বাড়ি বাড়ি এই প্রসাদ বিলি করা হবে।
advertisement
1/5
জুনেই রাজ্যের সব বাড়িতে পৌঁছবে দিঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ! কীভাবে পাবেন ঘরে বসে? জানুন
*এমাসেই বাড়ি বাড়ি পৌঁছে যেতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। মিষ্টির বাক্সে করে পাঠানো হবে প্রসাদ। তাতে থাকছে একটি গজা, একটি প্যাড়া ও জগন্নাথ মন্দিরের ছবি। এ মাসের ১৭ থেকে ২৭ জুন বাড়ি বাড়ি এই প্রসাদ বিলি করা হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২৭ জুন রথযাত্রা। তাই সেদিনের মধ্যে এই প্রসাদ বন্টন শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*তবে তার মধ্যে কাজ শেষ না হলে ৫ জুলাই উল্টোরথের আগের দিন ৪ জুলাইয়ের মধ্যে প্রসাদ বিতরণ শেষ করার চূড়ান্ত লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারে পৌঁছে দেওয়া হবে এই প্রসাদ। যাঁরা রেশন পান না, তাঁদের বাড়িতে অন্যভাবে এই প্রসাদ বিলি করা হবে। তবে জেলাতেই তৈরি করা হবে গজা ও প্যাড়া, সেই জন্য মিষ্টি ব্যবসায়ীদের বরাত দেওয়া হবে। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*মিষ্টির ওজন ও মাপ কি হবে তা ইতিমধ্যেই জেলাগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। খালি প্যাকেট পাঠানো হবে রাজ্য থেকে, তাতে থাকতে পারে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি, সেই প্যাকেটে ভরা হবে মিষ্টি। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের খোয়া ক্ষীর মিশিয়ে দেওয়া হবে জেলায় তৈরি মিষ্টিতে। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় রাজ্যের সব বাসিন্দাকে প্রসাদ পাঠানো হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Digha Jagannath Temple Prasad: জুনেই রাজ্যের সব বাড়িতে পৌঁছবে দিঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ! কীভাবে পাবেন ঘরে বসে? প্রসাদের বাক্সে কী কী থাকবে? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল