TRENDING:

Airport: ফুকেত থেকে প্রচুর খাবার এনেছিলেন, স্ক্যানারে ব্যাগ দিতেই সবুজ আর সবুজ! চমকে উঠল ইন্টেলিজেন্স...! কী এমন ছিল? ১০ কোটি বাজারমূল্য

Last Updated:
Delhi Airport: ব্যাগে ১৭ প্যাকেট জামা-কাপড় ও সামুদ্রিক খাবার ভর্তি ছিল। কাস্টমস কর্তৃপক্ষ সামুদ্রিক খাবারের প্যাকেট খুললেই ভেতর থেকে সন্দেহজনক সবুজ রঙের কিছু জিনিস বেরিয়ে আসে। সন্দেহজনক সবুজ জিনিসটির ড্রাগ পরীক্ষায় জানা গিয়েছে, গাঁজা সামুদ্রিক খাবারের প্যাকেটে আনা হচ্ছিল।
advertisement
1/5
ফুকেত থেকে প্রচুর খাবার এনেছিলেন, স্ক্যানারে ব্যাগ দিতেই শুধু সবুজ! চমকে উঠল AIU
*Air Intelligence Unit Operation: বিদেশ থেকে আসার সময় ব্রিফকেস ভরে সঙ্গে নিয়ে এসেছিলেন বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী। কিন্তু এসব খাবারের প্যাকেট খুলতেই হতবাক সকলে। তা থেকে এমন জিনিস বেরিয়ে আসে, যা দেখে রীতিমতো সাড়া পড়ে যায়। এমনকি গ্রেফতার পর্যন্ত হতে হয় সেই এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের হাতে। বাজেয়াপ্ত করা হয়েছে সমস্ত খাবারের প্যাকেট। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*ঘটনাটি দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের। রবিবার রাতে ফুকেট থেকে আসা দুই যাত্রীর কার্যকলাপ কাস্টমসের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ)-র সদস্যদের মধ্যে সন্দেহের জন্ম দেয়। সন্দেহের বশেই ওই দুই যাত্রীর উপরে নজরদারি শুরু হয়। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*জানা গিয়েছে, এই যাত্রীরা কাস্টম গ্রিন চ্যানেল অতিক্রম করার সঙ্গে সঙ্গেই এআইইউ টিম তাদের দু'জনকে থামায়। ব্যাগ চেকিংয়ের সময় স্ক্যানারে ব্যাগের ভিতরে সন্দেহজনক জিনিসের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপর উভয়ের উপস্থিতিতে ব্যাগগুলি খোলা হয়। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*ব্যাগে ১৭ প্যাকেট জামা-কাপড় ও সামুদ্রিক খাবার ভর্তি ছিল। কাস্টমস কর্তৃপক্ষ সামুদ্রিক খাবারের প্যাকেট খুললেই ভেতর থেকে সন্দেহজনক সবুজ রঙের কিছু জিনিস বেরিয়ে আসে। এই সন্দেহজনক সবুজ জিনিসটির ড্রাগ পরীক্ষায় জানা গিয়েছে, গাঁজা সামুদ্রিক খাবারের প্যাকেটের ভিতরে করে আনা হচ্ছিল। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*জানা গিয়েছে, ৯ হাজার ৯৭৯ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে ওই দুই ব্যক্তির ব্যাগের ভিতর থেকে। যার বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা। পুলিশ উভয় অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে গাঁজা। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Airport: ফুকেত থেকে প্রচুর খাবার এনেছিলেন, স্ক্যানারে ব্যাগ দিতেই সবুজ আর সবুজ! চমকে উঠল ইন্টেলিজেন্স...! কী এমন ছিল? ১০ কোটি বাজারমূল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল