Coronavirus : আজ থেকে ৬ বছর আগের ৩১ ডিসেম্বর ছিল মারাত্মক ভয়ের! সেদিনের সেই সতর্কবার্তা পাত্তা দেয়নি কেউ, তার পর বদলে গেল পৃথিবী
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Coronavirus : সেই অজ্ঞাত নিউমোনিয়া ধীরে ধীরে মারণ ভাইরাসের আকার নেয়। পরে দাবি করা হয়, উহানের ল্যাব থেকে ছড়িয়েছে সেই ভাইরাস। কখনও কেউ দাবি করে, উহানের কোনও এক বাজারে বিভিন্ন প্রাণীর মাংস কাটা হয়, সেখান থেকেই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
advertisement
1/6

৬ বছর আগের ৩১ ডিসেম্বর। মনে পড়ছে দিনটার কোনও কথা? আচ্ছা একটু মনে করানো যাক। আজ থেকে ৬ বছর আগে, অর্থাৎ ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের পর গোটা দুনিয়া বদলে গিয়েছে।
advertisement
2/6
৬ বছর আগে আজকের দিনেই চিনের উহান শহরের মিউনিসিপ্যাল হেলথ কমিশন ঘোষণা করে কোনও এক অজানা কারণে নিউমোনিয়া ছড়িয়ে পড়ছে। তখনও সারা বিশ্ব আন্দাজ করতে পারেনি, এর পর কী ঘটতে চলেছে! কেউ ভাবতেই পারেনি, এর পর গোটা দুনিয়ায় অনেক কিছু হয়ে যাবে নিউ নরমাল।
advertisement
3/6
সেদিনের পর আস্তে আস্তে পৃথিবী পরিচিত হয় কোভিড নাইন্টিন নামের এক ভাইরাসের সঙ্গে। সেই করোনাভাইরাস, যা পৃথিবীতে আতঙ্কের আরেক নাম হয়ে ওঠে।
advertisement
4/6
আজ সারা বিশ্ব প্রস্তুতি নিচ্ছে নতুন বছরকে স্বাগত জানাবে বলে। সেবারও ঠিক আজকের দিনেই সারা দুনিয়া যখন নতুন বছরকে স্বাগত জানাবে বলে তৈরি হচ্ছিল, তখন চিনের শহর উহান শহরের প্রশাসন জানায়, অজ্ঞাত নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন বহু মানুষ।
advertisement
5/6
সেই অজ্ঞাত নিউমোনিয়া ধীরে ধীরে মারণ ভাইরাসের আকার নেয়। পরে দাবি করা হয়, উহানের ল্যাব থেকে ছড়িয়েছে সেই ভাইরাস। কখনও কেউ দাবি করে, উহানের কোনও এক বাজারে বিভিন্ন প্রাণীর মাংস কাটা হয়, সেখান থেকেই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
advertisement
6/6
উহান শহরের প্রশাসন যখন প্রথম বিজ্ঞপ্তি জারি করে তখন খুব বেসি মানুষ তা খেয়াল করেননি। তবে তার পর সেই ভাইরাস ছড়াতে বেশি সময় লাগেনি। মাত্র তিন মাস অর্থাৎ ২০২০ সালের মার্চ মাস নাগাদ করোনা মহামারীর আকার নেয়। তার পর সারা বিশ্বে তার প্রভাব তো সবারই জানা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Coronavirus : আজ থেকে ৬ বছর আগের ৩১ ডিসেম্বর ছিল মারাত্মক ভয়ের! সেদিনের সেই সতর্কবার্তা পাত্তা দেয়নি কেউ, তার পর বদলে গেল পৃথিবী