TRENDING:

পাঁচতারা হোটেলে ৩৭ লাখের বিয়ে, খেয়েদেয়ে প্রশ্ন তুলছেন অতিথিরা... 'বিয়ে টিকবে তো'! নেটদুনিয়ায় সমালোচনা

Last Updated:
অতিরিক্ত খরচকে অর্থের অপব্যবহার বলে অভিহিত করে অভিভাবকদের মেয়ের ভবিষ্যতে বিনিয়োগ করার আহ্বান জানান অতিথিরা। এক অতিথি বলেন 'আমাদের কম খাওয়ান - আমাদের পেট ইতিমধ্যেই ভরা। সেই টাকা আপনার মেয়েকে দিন, তার জন্য একটি এফডি করুন...'
advertisement
1/6
পাঁচতারা হোটেলে ৩৭ লাখের বিয়ে, খেয়েদেয়ে প্রশ্ন তুলছেন অতিথিরা... বিয়ে টিকবে তো!
শুরু হয়ে গিয়েছে আরেকটা বিয়ের মরশুম। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একাধিক মিম। রঙ্গের ছলে আড়ম্বরপূর্ণ বিয়ের অনুষ্ঠানকে কটাক্ষও করা হচ্ছে সে সবে। তবে এক সোশ্যাল মিডিয়া ইউজার যে প্রশ্ন তুলেছেন বিয়েবাড়ি খেয়ে এসে, তা অস্বস্তির জন্ম দিয়েছে বলেই বিতর্কও জাগিয়ে তুলেছে।
advertisement
2/6
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে জয়পুরের পাঁচতারা এক হোটেলের বিয়েতে উপস্থিত এক ব্যক্তি বলেছেন যে, মাত্র চার ঘণ্টার বিয়ের অনুষ্ঠানের জন্য দম্পতি ৩৭.৪ লক্ষ টাকার বিল স্বাক্ষর করেছেন, প্রতিটি খাবারের প্লেটের দাম কর সহ ৩,৪৪০ টাকা, যদিও বেশিরভাগ অতিথিই খুব কম খেয়েছেন। তিনি নিজেও সারা সন্ধ্যায় মাত্র ২৫০ গ্রাম খাবার খেয়েছেন, যার মধ্যে মুগ ডালের হালুয়া, একটি পাঁপড় এবং সামান্য ব্রকোলি-বাদামের স্যুপ ছিল।
advertisement
3/6
ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি অবাক করেছে ব্যয় এবং বিয়ে কত দিন স্থায়ী হবে তার অনিশ্চয়তা। অস্বস্তিকর হলেও যুক্তিসঙ্গত প্রশ্ন তুলেছেন তিনি।
advertisement
4/6
এক সন্ধ্যায় কোটি কোটি টাকা খরচ করার পরিবর্তে পরিবারগুলিকে বিয়ে সহজ ও অর্থবহ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'যাঁরা আপনার দুঃখের সময়ে আপনার পাশে দাঁড়ান, তাঁদের আমন্ত্রণ জানান। বিয়েকে আজীবনের অনুষ্ঠান করে তুলুন, তা শুধু বিয়ের দিন সীমাবদ্ধ রাখবেন না।'
advertisement
5/6
এই ক্লিপটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে, অনেকেই অতিথির দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেছেন। কয়েকজন লিখেছেন যে বেশিরভাগ ক্ষেত্রেই জাঁকজমকপূর্ণ বিয়ে বাবা-মায়ের সুখ এবং সামাজিক পরিমণ্ডলের জন্য হয়ে থাকে। এক ইউজার মন্তব্য করেছেন, 'অবশ্যই! বরং আপনার মেয়ে এবং ছেলেদের অর্থ দিন উদ্যোক্তা হওয়ার জন্য, জীবনে বিভিন্ন অভিজ্ঞতা চেষ্টা করার জন্য, বিভিন্ন সংস্কৃতি এবং চিন্তাভাবনা দেখার জন্য ভ্রমণ করার জন্য, আবেগ পূরণের জন্য কোর্স করার জন্য, বিভিন্ন দক্ষতা অর্জনের জন্য... আরও অনেক কিছু করার জন্য!' আরেকজন বললেন, 'যদিও বিয়ে চিরকাল স্থায়ী হয়, তবুও এই ধরনের খরচ সম্পূর্ণ অপচয়।'
advertisement
6/6
অতিরিক্ত খরচকে অর্থের অপব্যবহার বলে অভিহিত করে অভিভাবকদের মেয়ের ভবিষ্যতে বিনিয়োগ করার আহ্বান জানান অতিথিরা। এক অতিথি বলেন 'আমাদের কম খাওয়ান - আমাদের পেট ইতিমধ্যেই ভরা। সেই টাকা আপনার মেয়েকে দিন, তার জন্য একটি এফডি করুন...'
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
পাঁচতারা হোটেলে ৩৭ লাখের বিয়ে, খেয়েদেয়ে প্রশ্ন তুলছেন অতিথিরা... 'বিয়ে টিকবে তো'! নেটদুনিয়ায় সমালোচনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল