TRENDING:

Viral News: মুখে, হাতে লেগে ছাই! দাদুর দেহভস্ম মুখে পুরে দিল নাতি? তারপর যা হল...তোলপাড় সোশ‍্যাল মিডিয়া

Last Updated:
Viral News: খেলতে খেলতে না বুঝেই অনেক কিছু মুখে দিয়ে ফেলে বাচ্চারা। ছোটদের এই স্বভাব সকলের জানা। ঠিক সেভাবেই একটি বাচ্চা খেয়ে ফেলল দাদুর চিতা ভস্ম। শুনতে অদ্ভুত লাগলেও এই ঘটনা সত‍্যিই ঘটেছে।
advertisement
1/7
মুখে, হাতে ছাই! দাদুর দেহভস্ম মুখে পুরে দিল নাতি? তারপর যা হল..তোলপাড় সোশ‍্যাল মিডিয়া
খেলতে খেলতে না বুঝেই অনেক কিছু মুখে দিয়ে ফেলে বাচ্চারা। ছোটদের এই স্বভাব সকলের জানা। ঠিক সেভাবেই একটি বাচ্চা খেয়ে ফেলল দাদুর চিতা ভস্ম। শুনতে অদ্ভুত লাগলেও এই ঘটনা সত‍্যিই ঘটেছে।
advertisement
2/7
ঘটনাটি ঘটেছে ইউকের লিংকন এলাকায়। ব্রিটেনবাসী নাতাশা এমিনি নামের নিজেই সোশ‍্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর পুত্রের এই কাণ্ড।
advertisement
3/7
সোশ‍্যাল মিডিয়ায় ঘটনার সময়কার একটি ভিডিও শেয়ার করেছেন নাতাশা। ইতিমধ‍্যেই ভাইরাল সেই ভিডিও। ভিডিওতে নাতাশা জানিয়েছেন, তাঁর বাবার শেষকৃত‍্যের পর তার ছাইভস্ম রাখা ছিল টেবিলের উপরে।
advertisement
4/7
লিভিং রুমে রাখা ছিল ভস্ম রাখা পাত্রটি। মা নাতাশার চোখের একটু আড়াল হতেই পাত্র থেকে ছাই তুলে মুখে পুরে দেয় ছোট্ট কোয়া (বাচ্চাটির নাম)।
advertisement
5/7
দাদুর ছাই মুখে পুরে দিব‍্যি নির্লিপ্ত ভাবে ঘরে ঘুরে বেড়াচ্ছিল কোয়া। নিস্পাপ মুখে সরলতাও মন কাড়ছে নেটনাগরিকদের। তার মুখ, জামাকাপড় এবং সোফায় ছাই লেগে ছিল ছাই।
advertisement
6/7
ভিডিওটি নাতাশা পোস্ট করার সঙ্গে সঙ্গেই আলোড়ন পড়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করে নাতাশা লিখেছেন, ‘‘"আমি কিছু কাপড় উপরে নিয়ে যাচ্ছিলাম, কয়েক মিনিটের জন্য। নিচে ফিরে এসে দেখি ছাইয়ের ঢাকা খোলা। আমার কিছু সময় লেগেছিল বুঝতে যে এটি আসলে আমার বাবার ছাই," তিনি ভিডিওতে বলেন। ‘প্রথমে রীতিমতো ভয় পেয়েছিলাম।’ বলেন নাতাশা।
advertisement
7/7
ভাইরাল ভিডিয়ো দেখে কেউ কেউ মাকেও বকুনি দিয়েছেন। বাচ্চার হাতের কাছে এসব রাখা উচিত নয়, এমন পরামর্শও দিয়েছেন। আবার কেউ হাসির ইমোজি দিয়ে লিখেছেন, বাচ্চা তো, এমনটা তো করবেই!
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: মুখে, হাতে লেগে ছাই! দাদুর দেহভস্ম মুখে পুরে দিল নাতি? তারপর যা হল...তোলপাড় সোশ‍্যাল মিডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল