TRENDING:

Car Break Fail: আচমকা গাড়ির ব্রেক ফেল হলে সামনে যেন মৃত্যু হাতছানি দিয়ে যায়! তবে মাথা ঠান্ডা রেখে এই উপায় অবলম্বন করলে এড়ানো যাবে ঘোর বিপদ

Last Updated:
Car break Fail: মাথাটা একটু ঠান্ডা রেখে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করলেই দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাহলে আজ জেনে নেওয়া যাক ব্রেক ফেল করলে দুর্ঘটনা এড়ানোর উপায়।
advertisement
1/11
আচমকা গাড়ির ব্রেক ফেলে সামনে যেন মৃত্যুর হাতছানি! মাথা ঠান্ডা রেখে করুন এই কাজ
গাড়ি চালানোর সময় কখনও কখনও এমন কোনও ত্রুটি ঘটে যায়, যা প্রাণহানির কারণ পর্যন্ত হয়ে উঠতে পারে। আসলে গাড়ি নিয়ে রাস্তায় বেরোনোর পরে দেখা যায়, গাড়ির খুচরো যন্ত্রাংশ খারাপ হয়ে গিয়েছে। কারণ গাড়ির যন্ত্রাংশে কখন ত্রুটি দেখা যাবে, তা কেউ বলে দিতে পারবে না। এমনকী কোথাও যাওয়ার সময় দেখা যায়, গাড়ির কোনও যন্ত্রাংশ আচমকাই কাজ করা বন্ধ করে দিল।
advertisement
2/11
আর এই ধরনের ত্রুটি অবহেলার কারণেও ঘটতে পারে। তো আবার নিজে থেকে বা স্বয়ংক্রিয় ভাবেও হয়ে যেতে পারে। যা গাড়ির আরোহীদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এমনকী, পথচারীদের জন্যও তা প্রাণঘাতী হয়ে যেতে পারে। তাই সব সময় গাড়ির রক্ষণাবেক্ষণ করা উচিত। আজ গাড়ির এমন একটি ত্রুটির বিষয়ে আমরা কথা বলব। আর সেটা হল ব্রেক ফেল বা ব্রেক বিকল হয়ে যাওয়া। সকলেই জানেন যে, এটা কতটা বিপজ্জনক হতে পারে।
advertisement
3/11
গাড়ির ব্রেক বিকল হয়ে গেলে দুর্ঘটনা ঘটতে বাধ্য। আর সেই পরিস্থিতি সামাল দেওয়া একেবারেই সহজ নয়। তবে ওই পরিস্থিতিতে মাথাটা একটু ঠান্ডা রেখে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করলেই দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাহলে আজ জেনে নেওয়া যাক ব্রেক ফেল করলে দুর্ঘটনা এড়ানোর উপায়। ব্রেক বিকল হলে কীভাবে দুর্ঘটনা এড়ানো যাবে?
advertisement
4/11
১. ব্রেক বিকল হলে অবিলম্বে গাড়ির অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে ফেলতে হবে।
advertisement
5/11
২. যত তাড়াতাড়ি সম্ভব গাড়িকে লোয়ার গিয়ারে নিয়ে যেতে হবে। এতে গাড়ির গতি অন্তত কমে যাবে।
advertisement
6/11
৩. গাড়িটিকে জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে যেতে হবে।এর পরে সেটিকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করতে হবে।
advertisement
7/11
৪. গিয়ার পরিবর্তন করার সময় গাড়িটিকে প্রথম গিয়ারে নিয়ে যেতে হবে। কারণ গাড়ির গতি প্রথম গিয়ারে সবচেয়ে কম থাকে।
advertisement
8/11
৫. এর পর ধীরে ধীরে হ্যান্ডব্রেক লাগাতে হবে। হ্যান্ডব্রেকটি জোরে টানা চলবে না, কারণ এতে গাড়িটি পিছলে যেতে পারে। যেহেতু অধিকাংশ যানবাহনে হ্যান্ডব্রেক তারের সঙ্গে যুক্ত থাকে, তাই গাড়ির নর্ম্যাল ব্রেক বিকল হলেও এটি কাজ করে।
advertisement
9/11
৫. এর পর ধীরে ধীরে হ্যান্ডব্রেক লাগাতে হবে। হ্যান্ডব্রেকটি জোরে টানা চলবে না, কারণ এতে গাড়িটি পিছলে যেতে পারে। যেহেতু অধিকাংশ যানবাহনে হ্যান্ডব্রেক তারের সঙ্গে যুক্ত থাকে, তাই গাড়ির নর্ম্যাল ব্রেক বিকল হলেও এটি কাজ করে।
advertisement
10/11
৬. গাড়ি থেমে যাওয়ার পরে তা চালানোর চেষ্টা করা চলবে না। গাড়িটিকে সার্ভিস স্টেশনে নিয়ে যেতে হবে।
advertisement
11/11
কীভাবে ব্রেক বিকল হয়? মূলত ব্রেক অয়েল লাইনে লিকেজ থাকলে কিংবা ব্রেক কেটে গেলে গাড়ির ব্রেক ফেল হয়। যদিও এই ঘটনা বেশ বিরল। তবে এটা হলে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। আসলে ব্রেক ফেল করে গেলে ব্রেকে চাপ দিলেও তা কাজ করে না। আসলে অনেক সময় ব্রেক চাপার সময় অয়েল লাইনে লিকেজ থাকার কারণে তেল চুঁইয়ে ব্রেক বন্ধ হয়ে যায়। আবার কখনও কখনও ইঁদুর ব্রেক কেটে দিতে পারে। তাই গাড়িতে ওঠার আগে তা পরীক্ষা করে তবেই ওঠা উচিত।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Car Break Fail: আচমকা গাড়ির ব্রেক ফেল হলে সামনে যেন মৃত্যু হাতছানি দিয়ে যায়! তবে মাথা ঠান্ডা রেখে এই উপায় অবলম্বন করলে এড়ানো যাবে ঘোর বিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল