TRENDING:

Bizarre Ritual:বিয়ের পর নবদম্পতি যেতে পারবে না বাথরুম, স্নান-মল-মূত্রত্যাগ নিষিদ্ধ, এই জনজাতির আজব প্রথায় চমকে যাবেন

Last Updated:
advertisement
1/4
বিয়ের পর নবদম্পতি যেতে পারবে না বাথরুম, এই জনজাতির আজব প্রথায় চমকে যাবেন
কী বিচিত্র এই বিশ্ব! বিশ্বের নানা প্রান্তে কতই না বিচিত্র রীতি-নীতি মানা হয়! বিয়ে ঘিরেও এমন অদ্ভুত সব নিয়ম পালন করা হয় আজও, যা জানলে চমকে উঠতে হয়।
advertisement
2/4
যেমন দক্ষিণ এশিয়ার বোর্নিয়োতে বসবাসকারী টিডং জনজাতির মানুষ বিয়ে কেন্দ্র করে এক অদ্ভুত নিয়ম পালন করেন। বিয়ের পর তিনদিন বাথরুম যেতে দেওয়া হয় না নবদম্পতিকে।
advertisement
3/4
এই নিয়মানুসারে বিয়ের পর সদ্য বিবাহিত স্বামী-স্ত্রীকে একটি নির্দিষ্ট ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁরা থাকেন বিয়ের পরের তিনদিন। এই তিনদিন তাঁরা দু'জনেই মলত্যাগ করতে পারবে না। এই তিনদিন সদ্য বিবাহিত দম্পতির দেখভালের জন্য থাকেন বেশ কয়েকজন আত্মীয়-পরিজন। তাঁরা বর-বৌকে খুব কম খাবার দেন যাতে বাথরুম যাওয়ার তাগিদ কম হয়।
advertisement
4/4
টিডং জনজাতির বিশ্বাস, যাঁরা এই কঠিন রীক্ষা পাশ করবে, তাঁদের বিয়ে টিকে যাবে। তাঁরা দীর্ঘজীবি হবেন। যাঁরা এই পরীক্ষা পাশ করতে পারবেন না, মানা হয়, তাঁদের দু'জনের মধ্যে একজনের মৃত্যু হবে বিয়ের কিছুদিনের মধ্যেই।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bizarre Ritual:বিয়ের পর নবদম্পতি যেতে পারবে না বাথরুম, স্নান-মল-মূত্রত্যাগ নিষিদ্ধ, এই জনজাতির আজব প্রথায় চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল