TRENDING:

Bhoot Chaturdashi: আর কিছুক্ষণ পরেই ‘ভূতচতুর্দশী’র রাত, ভুলেও করবেন না এই ৫ কাজ, টাকার অভাবে কাঙাল হবেন, হতাশায় জীবন হবে নরক

Last Updated:
কালীপুজোর আগের চতুর্দশী তিথিতেই পালিত হয় ‘ভূতচতুর্দশী’! এর পরদিনই কালীপুজো। এ'বছর ১৯ অক্টোবর পড়েছে ‘ভূতচতুর্দশী’। এদিন বাড়িতে জ্বালানো হয় ১৪ প্রদীপ, খাওয়া হয় ১৪ শাক। জ্যোতিষমতে, ‘ভূতচতুর্দশী’তে এই ৫টা কাজ ভুলেও করবেন না, জীবনে নেমে আসবে কঠিক-কালো হতাশার অন্ধকার, টাকার অভাব, পারিবারিক অশান্তিতে জীবন নরক হবে
advertisement
1/6
‘ভূতচতুর্দশী’র রাতে ভুলেও করবেন না এই ৫ কাজ, টাকার অভাবে কাঙাল হবেন, হতাশায় জীবন নরক হবে
কালীপুজোর আগের চতুর্দশী তিথিতেই পালিত হয় ‘ভূতচতুর্দশী’! এর পরদিনই কালীপুজো। এ'বছর ১৯ অক্টোবর পড়েছে ‘ভূতচতুর্দশী’। এদিন বাড়িতে জ্বালানো হয় ১৪ প্রদীপ, খাওয়া হয় ১৪ শাক। জ্যোতিষমতে, ‘ভূতচতুর্দশী’তে এই ৫টা কাজ ভুলেও করবেন না, জীবনে নেমে আসবে কঠিক-কালো হতাশার অন্ধকার, টাকার অভাব, পারিবারিক অশান্তিতে জীবন নরক হবে!
advertisement
2/6
‘ভূতচতুর্দশী’র দিন বাড়ির প্রতিটি কোণা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। কোথাও যেন অগোছালো না থাকে। সন্ধ্যার পর বাড়ি ঝাড়ু দেওয়া এড়িয়ে চলুন।
advertisement
3/6
‘ভূতচতুর্দশী’র দিন ভাঙা বা ফাটা আয়নায় নিজের মুখ ভুলেও দেখবেন না,এটিকে অশুভ আত্মার উপস্থিতির ইঙ্গিত বলে ধরা হয়।
advertisement
4/6
‘ভূতচতুর্দশী’র দিনে বাড়িতে ভাঙা কাচ, বিশেষ করে ফাটা বা চিড় ধরা কাচ রাখা উচিত নয়। এগুলো অশুভ আত্মার উপস্থিতির লক্ষণ বলে বিশ্বাস করা হয়।
advertisement
5/6
‘ভূতচতুর্দশী’র দিন ও কালীপুজোয় সন্ধ্যার পর কাউকে দুধ বা দুগ্ধজাত কোনও খাবার দেওয়া উচিত নয়। এতে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যেতে পারে।
advertisement
6/6
ভূত চতুর্দশীর দিনে বাড়ির সব জায়গায় আলো জ্বালিয়ে রাখুন। কোথাও যেন অন্ধকার না থাকে। সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান, এতে নেতিবাচক শক্তি দূরে থাকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bhoot Chaturdashi: আর কিছুক্ষণ পরেই ‘ভূতচতুর্দশী’র রাত, ভুলেও করবেন না এই ৫ কাজ, টাকার অভাবে কাঙাল হবেন, হতাশায় জীবন হবে নরক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল