'চেয়ার', 'টেবিল'-এর বাংলা কী? জানেন না বেশির ভাগ বাঙালিই
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bengali terms for chair and table: চেয়ার, টেবিলকে বাংলায় কী বলে?
advertisement
1/7

ভাষা হল বহমান স্রোতের মতো। যে কোনও ভাষাই সমৃদ্ধ হয় অন্যান্য ভাষার প্রভাবে। বিভিন্ন ভাষা থেকে নতুন শব্দও প্রবেশ করে। নতুন রীতি নীতিও ধারায় প্রভাবিত হয় প্রচলিত ভাষা। আমাদের মাতৃভাষা বাংলাও তার ব্যতিক্রমী নয়।
advertisement
2/7
অতীতে এবং এখনও বিদেশি ভাষার শব্দ মিশেছে বাংলা শব্দভাণ্ডারে। বিদেশিরা আক্রমণ করেছে, তার পর তাঁদের মধ্যে অনেকেই থেকে গিয়েছেন আমাদের জন্মভূমিতে। তাঁদের কথ্য ভাষা, রীতিনীতি, আদবকায়দার প্রভাব পড়েছে আমাদের জনজীবনে।
advertisement
3/7
বাংলা ভাষার অনেক শব্দের আগমন বিদেশি ভাষা থেকে। যেমন ধরুন চেয়ার ও টেবিল বা টেবল। ইউরোপীয় ভাষার শব্দভাণ্ডার থেকে প্রবেশ করার পর আমাদের কথ্য ও লিখিত ব্যবহারে এই দু’টি শব্দ প্রায় বাংলাই যেন হয়ে গিয়েছে এখন।
advertisement
4/7
কিন্তু জানেন কি চেয়ার ও টেবল-এর বাংলা প্রতিশব্দও আছে। সেগুলির ব্যবহার কার্যত হয়ই না। চেয়ারের বাংলা প্রতিশব্দ কুর্সি বা কেদারা। কিন্তু আদতে এই দু’টি শব্দও বিদেশি।
advertisement
5/7
কুর্সি ও কেদারার ব্যবহার যাও বা আছে, টেবিলের বাংলা প্রতিশব্দ প্রায় অদৃশ্যই। আমরা কার্যত জানিই না টেবিলের বাংলা হল মেজ। এই শব্দের আগমনও ভিনদেশি ভাষা থেকে।
advertisement
6/7
পুরনো বাংলার লিখিত রূপে মেজ-এর প্রয়োগ থাকলেও এখন আর প্রায় দেখাই যায় না এই শব্দটিকে। কুর্সি বা কেদারার বদলেও আমরা চেয়ার বলতেই বেশি অভ্যস্ত ও স্বচ্ছন্দ।
advertisement
7/7
কালের স্রোতে বিলীয়মান কুর্সি, কেদারা, মেজ-এর মতো শব্দগুলি। পরিবর্তে চেয়ার, টেবিল বলতেই আমরা স্বচ্ছন্দ। এখানেই ভাষার বহমানতা।