TRENDING:

ভয়ঙ্কর সব ভাইরাস বাদুড়-ই কেন বহন করে? চাঞ্চল্যকর তথ্য, হাড় হিম হয়ে যাবে জেনে

Last Updated:
Bat carries virus: বাদুড় নিজে অসুস্থ না হয়ে কী করে ভাইরাস বয়ে বেড়ায়? হাড়হিম তথ্য।
advertisement
1/7
ভয়ঙ্কর সব ভাইরাস বাদুড়-ই কেন বহন করে? চাঞ্চল্যকর তথ্য, হাড় হিম হয়ে যাবে জেনে
কখনও করোনা, কখনও আবার নিপা। একের পর এক ভয়ঙ্কর ভাইরাসের বাহক বাদুড়।
advertisement
2/7
বিজ্ঞানীদের একাংশ দাবি করেছেন, বাদুড়ের শরীর হল ভয়ঙ্কর সব ভাইরাসের ডিপো।
advertisement
3/7
এর আগেও পৃথিবীতে ভাইরাসজনিত মহামারীর কারণ ছিল বাদুড়। এখন প্রশ্ন হল, কেন বাদুড়-ই সমস্ত মারণ ভাইরাসের বাহক!
advertisement
4/7
বেশ কিছু বিজ্ঞানীর দাবি, করোনাভাইরাসের বাহক ছিল বাদুড়। আবার বাদুড় যে ইবোলার মতো মারাত্মক ভাইরাস বহন করেছে, তারও প্রমাণ পাওয়া গিয়েছে আগে।
advertisement
5/7
শিকাগোর ফিল্ড মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি-র পশু বিশেষজ্ঞ ব্রুশ পিটারসন বলছেন, বাদুড়ের শরীরে বেশ কিছু বিরল বৈশিষ্ট্য রয়েছে। দুনিয়ায় প্রায় ১২০০ প্রজাতির বাদুড় রয়েছে।
advertisement
6/7
আন্টার্কটিকা ছাড়া পৃথিবীর সমস্ত মহাদেশে বাদুড়ে দেখা যায়। এরা দল বেঁধে থাকে। ইঁদুরের পর পৃথিবীর বুকে সব থেকে বৈচিত্র্যময় স্তন্যপায়ী প্রাণী বাদুড়।
advertisement
7/7
বাদুড় স্তন্যপায়ী হলেও উড়তে পারে। নিজে অসুস্থ না হয়েও শরীরে ভাইরাস বহন করতে পারে। এদের গড় আয়ু বেশি। উড়তে পারে বলে এদের দ্বারা রোগ এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পডে সহজে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ভয়ঙ্কর সব ভাইরাস বাদুড়-ই কেন বহন করে? চাঞ্চল্যকর তথ্য, হাড় হিম হয়ে যাবে জেনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল