Bangladesh News: বাংলাদেশে তোলপাড় ফেললেন সানজিদা আফরিন নামে এই মহিলা! কেঁপে গেল পুলিশ মহলও, কে এই মহিলা জানেন? চমকে উঠবেন শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangladesh News: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নাগদা শিমলা ইউনিয়নের এম হোসেন আলীর মেয়ে তিনি।
advertisement
1/7

বাংলাদেশে ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে পেটানোর ঘটনায় আলোচনায় এসেছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রাক্তন অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন।
advertisement
2/7
এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে তাঁকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। সানজিদা আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।
advertisement
3/7
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নাগদা শিমলা ইউনিয়নের এম হোসেন আলীর মেয়ে তিনি। ৩১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দেন সানজিদা। রাষ্ট্রপতির প্রাক্তন সহকারী একান্ত সচিব আজিজুল হকের স্ত্রী তিনি।
advertisement
4/7
সানজিদা ২০১৬ সালের ৫ মে থেকে ২০২১ সালের ৭ জানুয়ারি পর্যন্ত পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন। পরে তিনি ২০২১ সালের ৬ মে থেকে ২০২২ সালের ৭ নভেম্বর পর্যন্ত গাজীপুর সদর সার্কেলে এএসপি হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালের ১৩ নভেম্বর তিনি ডিএমপিতে যোগদান করেন। পরে এডিসি হারুনকাণ্ডে তাকে রংপুরে বদলি করা হয়।
advertisement
5/7
২০২৩ সালের ৯ সেপ্টেম্বর রাতে বারডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় আটকে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধর করা হয়। পরে মধ্যরাতে থানায় গিয়ে ঘটনার মীমাংসা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা। এই ঘটনায় আলোচনায় উঠে আসে পুলিশ কর্তা সানজিদার নাম।
advertisement
6/7
এর সূত্র ধরেই মূলত থানায় নিয়ে ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনা ঘটলে সানজিদার নাম আলোচনায় আসে। পরে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয় নানা সমালোচনা। দীর্ঘ দিন পর আবারও সমালোচনার মুখে পড়েছেন পুলিশের এই কর্মকর্তা।
advertisement
7/7
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চার্জশিটের ঘটনায় সানজিদার নাম উঠে এসেছে। সানজিদা আফরিনের নির্দেশে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জাহাঙ্গীর আরিফ হত্যা মামলা থেকে আনিসুল ও সালমানদের অব্যাহতি দিয়ে চার্জশিট তৈরি করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এই ঘটনায় রবিবার সানজিদাকেও সাময়িক বরখাস্ত করা হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bangladesh News: বাংলাদেশে তোলপাড় ফেললেন সানজিদা আফরিন নামে এই মহিলা! কেঁপে গেল পুলিশ মহলও, কে এই মহিলা জানেন? চমকে উঠবেন শুনে