Sontu: 'আমার মা পাখি...আকাশের তারা', মারা গেল সকলের আদরের 'Sontu', কী রোগ হয়েছিল তার? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Sontu Death: বাংলাদেশের খুলনার এই সারমেয়র ৮ বছর বয়সে মৃত্যু হল। সমাজমাধ্যমে অত্যন্ত জনপ্রিয় সন্তু। ভারত এবং বাংলাদেশ, দুই দেশেই তাঁর ফ্যান, ফলোয়ারের সংখ্যা লক্ষ লক্ষ।
advertisement
1/8

*"আমার মা পাখি পৃথিবীর সব আলো নিভিয়ে আকাশের তারা হয়ে গেছে। ২৬শে এপ্রিল, ২০১৬ - ২ মার্চ ২০২৫, রাত ১১টা ১৫ মিনিটে, ৮ বছরের প্রাণ প্রদীপ, আমার প্রাণ পাখি, আমার প্রান নিয়ে চলে গেছে।" এই পোস্ট সমাজ মাধ্যমে ভেসে উঠতেই সকলের চোখে জল। মারা গিয়েছে 'সেলিব্রিটি ডগ' সন্তু। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*বাংলাদেশের খুলনার এই সারমেয়র ৮ বছর বয়সে মৃত্যু হল। সমাজমাধ্যমে অত্যন্ত জনপ্রিয় সন্তু। ভারত এবং বাংলাদেশ, দুই দেশেই তাঁর ফ্যান, ফলোয়ারের সংখ্যা লক্ষ লক্ষ। সংগৃহীত ছবি।
advertisement
3/8
*ফেসবুকের আপডেট অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিল সন্তু। দিন দু'য়েক আগেই ভারত থেকে ওষুধ নিয়ে যাওয়ার জন্য জন্য পোস্ট করেছিলেন তার পরিবারের সদস্যরা।
advertisement
4/8
*সম্ভবত 'টিক ফিভার'-এ আক্রান্ত হয়েছিল সন্তু, সেখান থেকেই শারীরিক অবনতি এবং মর্মান্তিক মৃত্যু। গত ১৫ দিন ধরে ভুগছিল সে, যে পায়ে ব্যথা ছিল, সেই পায়েও সমস্যা হচ্ছিল। এমনকি হাঁটাচলাও করতে পারছিল না ভাল করে। ভারতের পশু চিকিৎসকদের সঙ্গে কনসাল্ট করে বাড়িতেই সমস্ত ব্যবস্থা করেছিল তার পরিবারের সদস্যরা। কিন্তু শেষরক্ষা হল না। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*বাংলাদেশের এই সারমেয় বছর দু'য়েক আগে কলকাতায় এসেছিল চিকিৎসার জন্য। সেই সময় তাকে দেখার জন্য উপচে পড়ত ভিড়। এমনকি টলিউডের বহু নায়িকা, গায়িকা তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*‘Sontu’ নামের ফেসবুক পেজ থেকে সোমবার জানানো হয়েছে, রবিবার ২ মার্চ রাত ১১টা ১৫ মিনিটে মৃত্যু হয়েছে তাঁর। চোখে জল তাকে ভালবাসা মানুষদের চোখে। ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে সন্তু সেলেব্রিটি। সন্তুর যে কোনও ভিডিও মুহূর্তে ভাইরাল হত। প্রায় পাঁচ লক্ষ ফলোয়ার তার নানা কীর্তি দেখার জন্য অপেক্ষায় থাকতেন। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*সন্তুর মৃত্যুর খবর সমাজমাধ্যমে শেয়ার হতেই শোকবার্তা দেন তার অনুরাগীরা। ফেসবুকে বহু অনুরাগী শোকপ্রকাশ করেছেন। তার মৃত্যুর খবর জানানো পোস্ট হাজারের বেশি মানুষ শেয়ার করে দুঃখপ্রকাশ করেছেন। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*ভারতে সন্তু আসার খবর পেয়ে তাকে দেখতে গিয়েছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়। বেড়ানোর পাশাপাশি সন্তুর কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও হয় সেইবারে। তারপর থেকে তার চিকিৎসা চলছিল। কলকাতার একাধিক কুকুরপ্রেমী সন্তুর সঙ্গে দেখাও করেন। সন্তুর চলে যাওয়ার খবর শুনে মেনে নিতে পারছেন না অনেকেই। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Sontu: 'আমার মা পাখি...আকাশের তারা', মারা গেল সকলের আদরের 'Sontu', কী রোগ হয়েছিল তার? জানুন