টাকা দিয়েও আরাম অধরা! যে সিটগুলো এড়িয়ে চলছেন বন্দে ভারত যাত্রীরা, কারণ জানিয়ে ছবি পোস্ট করলেন সবাই
- Published by:Tias Banerjee
Last Updated:
বন্দে ভারত এক্সপ্রেসের সিট ডিজাইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক, যাত্রীদের অস্বস্তি ও অভিজ্ঞতা সামনে এসেছে; রেল কর্তৃপক্ষ উন্নয়নের দিকে নজর দিচ্ছে।
advertisement
1/9

বন্দে ভারত এক্সপ্রেসের কিছু সিটের ডিজাইন নিয়ে যাত্রীদের অস্বস্তি বাড়ছে—ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর উঠে এসেছে নানা অভিজ্ঞতা, আর রেলও কর্তৃপক্ষও নজর দিচ্ছে উন্নয়নের দিকে।
advertisement
2/9
সরকারের আধুনিক সেমি–হাই স্পিড ট্রেন বন্দে ভারত আবার আলোচনায় গতি নয়, এবার বিতর্কের কেন্দ্রে সিটের আরামদায়কতা। সম্প্রতি এক যাত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে বিশেষ ধরনের সিট নিয়ে অভিযোগ রয়েছে।
advertisement
3/9
সাম্প্রতিক বছরগুলোতে ট্রেনে যাত্রা করতে গিয়ে মানুষ সোশ্যাল মিডিয়ায় নানা অভিজ্ঞতা শেয়ার করেন। এতে যেমন রেল ব্যবস্থার নানা দিক সামনে আসে, তেমনই যাত্রীদের সমস্যার কথাও পৌঁছে যায় কর্তৃপক্ষের কাছে। এবার আলোচনায় যে সিটগুলো আছে সেগুলো মুখোমুখি চারটি সিট—মাঝখানে ভাঁজ করা যায় এমন একটি টেবিল থাকে যেখানে খাবার বা পানীয় রাখা যায়।
advertisement
4/9
একজন রেডিট ব্যবহারকারী এই সিটের ছবি পোস্ট করে ক্যাপশন দেন—“মৌত আয়ে পর ইয়ে ওয়ালি সিট না আয়ে”—মানে, মরতে রাজি, কিন্তু এই সিট নয়! তিনি জানান, সিটের ডিজাইন হাঁটুতে ব্যথা তৈরি করে আর পায়ের নড়াচড়া কঠিন হয়ে পড়ে।
advertisement
5/9
অন্যরাও নিজেদের অভিজ্ঞতা জানিয়েছেন। একজন লেখেন, শতাব্দীতে একই রকম সিট পেয়ে ঘণ্টার পর ঘণ্টা বসা কষ্টকর হয়েছিল। প্রথমে তাঁর সামনে এক গর্ভবতী মহিলা বসেছিলেন, তাই তিনি পা ছড়িয়ে বসেননি। পরে সিট ফাঁকা হলে একটু ঘুমোতে গিয়েছিলেন, কিন্তু আশেপাশে বসা মহিলাদের জোরে গল্প করতে শুরু করলে ঘুম ভেঙে যায়।
advertisement
6/9
আরেক যাত্রী জানান, মাঝের টেবিলে রাখা তাঁর খাবার বাচ্চারা খেয়ে ফেলেছিল। তিনি বাথরুমে গিয়ে ফিরে এসে দেখেন—“আমার কচুরি, ফ্রুটি আর চিঁড়েভাজা নেই! শুধু ন্যাপকিন আর স্যান্ডউইচটা রেখেছে।”
advertisement
7/9
লাগেজ রাখার জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকে জানতে চান, মাঝের টেবিলের নিচে কি ট্রলি ব্যাগ ঢোকানো যায়? ছবি দেখে মনে হচ্ছে জায়গা খুবই কম, আর যাত্রীরা সাধারণত সেখানে পা রাখেন—ফলে ব্যাগ রাখা কঠিন।
advertisement
8/9
অবশ্য, বন্দে ভারত কোচের পেছনে বড় লাগেজ রাখার আলাদা জায়গা আছে। কিন্তু সবাই সেখানে ব্যাগ রেখে নিশ্চিন্ত থাকতে পারেন না। তাই অনেকেই ওপরে থাকা র‍্যাকই ব্যবহার করেন।
advertisement
9/9
সমালোচনা সত্ত্বেও, বন্দে ভারত তার আধুনিক ডিজাইন, প্রযুক্তি আর দ্রুতগতির কারণে যাত্রীদের আগ্রহের কেন্দ্রেই রয়েছে। তুলনামূলক বেশি ভাড়ার কারণে মানুষ আগেই অনলাইনে ছবির মাধ্যমে ট্রেনের ভেতরের পরিবেশ সম্পর্কে জানতে চান। রেল কর্তৃপক্ষ এমন আলোচনাগুলো পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনে ডিজাইনে পরিবর্তনও আনে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
টাকা দিয়েও আরাম অধরা! যে সিটগুলো এড়িয়ে চলছেন বন্দে ভারত যাত্রীরা, কারণ জানিয়ে ছবি পোস্ট করলেন সবাই