TRENDING:

ATM-এ টাকা তোলার পর ২ বার Cancel বাটন চাপলে কী হয় জানেন? এতে কি সত‍্যিই আটকানো যায় পিন চুরি? ৯৯% লোকজনই ভুল জানেন

Last Updated:
ATM-এ টাকা তোলার পর ক‍্যানসেল বাটন দু'বার চাপলেই সুরক্ষিত থাকবে এটিএম পিন। এ ধারণা কি আদৌ সত‍্যি?
advertisement
1/13
ATM-এ টাকা তোলার পর ২ বার Cancel বাটন চাপলে কী হয় জানেন? সত‍্যিই আটকানো যায় পিন চুরি
বাড়ির কাছাকাছি থাকা ছোট্ট ঘরে রাখা মেশিন। সেই মেশিনে বোতাম চাপলেই বেরিয়ে আসবে টাকা। প্রতিবার ব‍্যাঙ্কে ছোটার ঝক্কি কমিয়ে জীবন অনেক সহজ করে দিয়েছে এটিএম। কিন্তু ATM-এর উপর মানুষের নির্ভরতা যত বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে জালিয়াতদের সংখ‍্যাও।
advertisement
2/13
দিন দিন ATM-থেকে টাকা চুরির সংখ‍্যা বেড়েই চলেছে। ATM-এ পিন চুরি করে অন‍্যের টাকা তুলে নেওয়ার মতো জালিয়াতির অভিযোগ প্রায়ই শোনা যায়। বহুজনেই এই ধরণের জালিয়াতির ভুক্তভোগী।   
advertisement
3/13
ATM-এর পিন তাই সুরক্ষিত রাখা প্রয়োজন। জালিয়াতরা বিভিন্ন পদ্ধতির ব‍্যবহার করে। ছোট্ট ভুলেই তাই টাকা চুরি হয়ে যাবে টাকা, অচথ আপনি টেরটিও পাবেননা!  File Image
advertisement
4/13
অনেকেরই ধারণা ATM-এ টাকা তোলার পর ক‍্যানসেল বাটন দু'বার চাপলেই সুরক্ষিত থাকবে এটিএম পিন। এ ধারণা কি আদৌ সত‍্যি? কিছুদিন আগে সোশ‍্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছিল এমন একটি তথ‍্য।  File Image
advertisement
5/13
ভাইরাল হওয়া এই মেসেজের দাবি এভাবেই নাকি আটকে দেওয়া যাবে পিন চুরি! কিন্তু দাবি কি আদৌ সত‍্যি? সত‍্যিই কী ATM জালিয়াতি রোখা যাবে দু'বার Cancel-এ চাপ দিয়ে? এ বিষয়ে কী জানাচ্ছে RBI?  File Image
advertisement
6/13
প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) ফ্যাক্ট চেক সোশ‍্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে খারিজ করেছে এই দাবি। সরকারি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানান হয়েছে RBI এমন কোনও পরামর্শ দেয়নি।  File Image
advertisement
7/13
এটিএম মেশিনের ‘Cancel বাটন’ শুধুমাত্র লেনদেন বাতিল করতে ব্যবহৃত হয়। কিন্তু এটি হ্যাকিং বা কার্ড স্কিমিংয়ের মতো প্রতারণা রোধ করে না। এই ধরনের গুজবগুলি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং প্রকৃত সতর্কতা থেকে দূরে সরিয়ে দেয়।  File Image
advertisement
8/13
তাহলে কীভাবে প্রতিরোধ করা যাবে ATM প্রতারণা? এটিএম প্রতারণা, বিশেষ করে কার্ড স্কিমিং, ফিশিং, এবং কিপ্যাড ট্যাম্পারিংয়ের মাধ্যমে আর্থিক বড় ক্ষতি হচ্ছে। নিচের সতর্কতাগুলি আপনার এটিএম কার্ড এবং পিনকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে  File Image
advertisement
9/13
এটিএমে প্রবেশ করার আগে, কার্ড স্লট, কিপ্যাড, বা মেশিনে অস্বাভাবিক ডিভাইস আছে কি না পরীক্ষা করুন। স্কিমিং ডিভাইসগুলি কার্ড রিডারের উপর স্থাপন করা হতে পারে। কোনও সন্দেহজনক ডিভাইস দেখলে, সেই এটিএম ব্যবহার না করে ব্যাঙ্ককে জানান।  File Image
advertisement
10/13
লেনদেন সংক্রান্ত সতর্কতা: এটিএম লেনদেনের জন্য SMS এবং ইমেলে চোখ রাখুন। এতে অননুমোদিত লেনদেনগুলি তৎক্ষণাৎ জানা যাবে। কোনও অপ্রয়োজনীয় লেনদেন দেখলে, তৎক্ষণাৎ ব্যাঙ্কে অভিযোগ জানান।  File Image
advertisement
11/13
কার্ড হারালে পদক্ষেপ: কার্ড হারিয়ে গেলে বা চুরি হলে, তৎক্ষণাৎ মোবাইল ব্যাঙ্কিং বা ব্যাঙ্কের গ্রাহক সেবার মাধ্যমে কার্ডটি ব্লক করুন। এতে অপব্যবহারের সম্ভাবনা কমে যাবে।  File Image
advertisement
12/13
পিনের নিয়মিত পরিবর্তন: এটিএম পিনটি ৩-৬ মাস অন্তর পরিবর্তন করুন। সহজে অনুমানযোগ্য পিন যেমন জন্মদিন, ১২৩৪, বা ১১১১ এর মতো সংখ্যা এড়িয়ে চলুন। শক্তিশালী, এলোমেলো ৪-সংখ্যার পিন ব্যবহার করুন।  File Image
advertisement
13/13
অপরিচিতদের সাহায্য এড়িয়ে চলুন: এটিএমে কার্ড আটকে গেলে বা প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে, অপরিচিতদের সাহায্য না নিয়ে সরাসরি ব্যাঙ্কে কল করুন। কিছু প্রতারক সাহায্যের অজুহাতে কার্ড বা পিন চুরি করতে পারে।  File Image
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ATM-এ টাকা তোলার পর ২ বার Cancel বাটন চাপলে কী হয় জানেন? এতে কি সত‍্যিই আটকানো যায় পিন চুরি? ৯৯% লোকজনই ভুল জানেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল