TRENDING:

Sade Sati: সাড়ে সাতি থেকে ২০২৩ -এ নিজেকে বাঁচাতে এই পথগুলি মেনে চলুন, নইলে ঘোর বিপদ

Last Updated:
Astrology Tips: সাড়ে সাতির চরম কুপ্রভাব থেকে নিজেকে বাঁচাতে হবে, মেনে চলুন এই ছোট ছোট কয়েকটি নিয়ম৷
advertisement
1/9
সাড়ে সাতি থেকে ২০২৩ -এ নিজেকে বাঁচাতে এই পথগুলি মেনে চলুন, নইলে ঘোর বিপদ
Sade Sati Remedies 2023: সাড়ে সাতি দশা থেকে অনেক সময় অনেক সমস্যার সৃষ্টি করে। বিভিন্ন রাশির জাতক-জাতিকারা শনির প্রভাবে প্রভাবিত হয়। একাধিক রাশির জাতিকাদের এই কারণে বড় ক্ষতির সম্ভাবনা থাকছে৷  তবে কিছু পদক্ষেপ নিলে এই সাড়ে সাতি থেকে বাঁচতে পারেন৷
advertisement
2/9
প্রতি শনিবার শনি স্তোত্র জপ করলে সাড়ে সাতির সমস্যা কমবে। এই মন্ত্র ১১  বার জপ করলে  প্রভাব কমতে পারে।
advertisement
3/9
শনিবার খাদ্য দান করা শুভ। বিশেষ করে আপনি যদি পরিচ্ছন্নতা কর্মীদের চাল এবং দুধ দান করেন তবে আপনি সাড়ে সাতি সমস্যা থেকে কিছুটা মুক্তি পেতে পারেন।
advertisement
4/9
কথিত আছে যে যাদের দুঃখ  আছে, সমস্যা আছে তাদের জন্য কোকিলা ভানা বা শনিধামে যাওয়া ভালো। এ সময় দুধ ও জল মিশিয়ে ফুল গাছে দিতে হবে৷
advertisement
5/9
একইভাবে সম্ভব হলে প্রতিদিনই গাছের পুজো করতে হবে ফুলে ফুলে। কালো তিল ও চিনি মিশিয়ে গাছের কাছে রাখতে হবে। এছাড়াও পিঁপড়েকে চিনি এবং ময়দার মিশ্রণ খাওয়ানোও সাহায্য করে।
advertisement
6/9
সাড়ে সাতির সময় কিছু কাজ না করা এবং কিছু সাবধানতা অবলম্বন করাও ভাল। উদাহরণস্বরূপ, মঙ্গলবার কাল পরবেন না।
advertisement
7/9
শনিবারে কালো কাপড় পরতে পরলেও কোনওভাবেই  ওই দিন কালো কাপড় কিনবেন না। এছাড়াও, এই দিনে শনি দেবের বাহন কাকের সঙ্গে কোনও সমস্যা তৈরি করতে যাবেন না।
advertisement
8/9
কালো তিল, লোহা ও তেল কারও কাছ থেকে সাড়ে সাতির সময় ধার করা উচিত নয়। কিন্তু এই সময়ে এই একই জিনিস দান করলে আপনি শনির কৃপা পেতে পারেন।
advertisement
9/9
সবচেয়ে বড় কথা অযথা কারোর সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না, আইনের বিরুদ্ধাচরণ করবেন না, এই সময়ে বড়দের কথা শুনবেন না। (Disclaimer: উপরের প্রবন্ধের প্রতিবেদনটি শাস্ত্রের ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। নিউজ 18 বাংলার নিজস্ব মত নয়, সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Sade Sati: সাড়ে সাতি থেকে ২০২৩ -এ নিজেকে বাঁচাতে এই পথগুলি মেনে চলুন, নইলে ঘোর বিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল