সব নকল...? পার্লারে সেজে 'সাধ্বী'! মহাকুম্ভের ভাইরাল সুন্দরী হর্ষার 'গোপন' ভিডিও ফাঁসে হৃদয়ভঙ্গ?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Harsha Richhariya Of Mahakumbh: 'নকল জটা তো পার্লারের দিদির কাজ!' মহাকুম্ভের ভাইরাল হর্ষার আসল রূপ দেখে হাসাহাসি! দেখুন ফাঁস হওয়া ভিডিওতে কী ছিল!
advertisement
1/8

মহাকুম্ভ শুরু হওয়ার পর থেকেই যাঁকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, তিনি হলেন সুন্দরী সাধ্বী হর্ষা। তাঁর ছবি ভাইরাল হওয়ার পর মানুষ তাঁকে আরও বিশদে জানতে ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পৌঁছে যায়। কিন্তু তার পরই হৃদয় ভাঙল? ফাঁস হয়ে গেল সন্ন্যাসিনীর নেপথ্য কথা?
advertisement
2/8
লম্বাটে মুখ, টানা চোখ, এক ঢাল চুল। সৌন্দর্য যেন উপচে পড়ছে। মাত্র ৩০ বছর বয়স। জীবন উপভোগ করার এই তো সময়। কিন্তু তিনি সব ছেড়েছুড়ে বেছে নিয়েছেন সাধ্বীর জীবন। কপালে বিভূতি, গলার রুদ্রাক্ষের মালা, পরনে গেরুয়া বসন। এসেছেন মহাকুম্ভে। অনেকেই বলছেন, “মহাকুম্ভের সবচেয়ে সুন্দরী সাধ্বী।”
advertisement
3/8
হঠাৎ করেই সাধ্বী হর্ষাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়। মহাকুম্ভে আসা সবচেয়ে সুন্দরী সাধ্বীর তকমা পাওয়ার পর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ বেড়ে যায়। জানা গিয়েছে, তরুণীর নাম হর্ষা রিছাড়িয়া। তিনি আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাশানন্দগিরিজি মহারাজের শিষ্যা। দু’বছর আগে সাধ্বী হয়েছেন।
advertisement
4/8
তাঁর ছবি আর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কে এই সাধ্বী? কী তাঁর পরিচয়? তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘেঁটে দেখা যায়, হর্ষা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। হর্ষার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। সেখানে লেখা ‘অ্যাঙ্কর হর্ষা রিছাড়িয়া’।
advertisement
5/8
মহাকুম্ভে হর্ষাকে দেখা যাওয়ার পর, তাঁর জটা নিয়ে অনেক আলোচনা হয়। এমন এক সুন্দরী সাধ্বীর জটা দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়। কিন্তু হর্ষার পুরনো পোস্ট দেখে জানা যায়, এই জটা আসল নয়। হর্ষা নিজেও তা অস্বীকার করেননি। মহাকুম্ভে আসার আগে তিনি একটি পার্লারে গিয়ে এই নকল জটা লাগিয়েছিলেন। এখন পার্লারে জটা লাগানোর সময় তোলা হর্ষার ভিডিও ভাইরাল হয়েছে।
advertisement
6/8
সাধ্বী হর্ষাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গল্প ছড়াতে থাকে। কেউ বলেন, তিনি সংসার ত্যাগ করেছেন, আবার কেউ বলেন, এটা সবই প্রচারের কৌশল। তবে ব্যাপারটি বাড়তে থাকায়, হর্ষা নিজেই সত্য সামনে আনেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যায়, তিনি অনেক আগে থেকেই সনাতন ধর্মে আগ্রহী।
advertisement
7/8
এবার তিনি মহাকুম্ভের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করতে চেয়েছিলেন। কিন্তু মানুষের প্রতিক্রিয়ার কারণে তিনি এখন মহাকুম্ভ থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে হর্ষার জটা লাগানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
8/8
হর্ষার ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই তাঁর সমালোচনা করেছেন, "সাধ্বী না ছাই! আসল চেহারা ফাঁস হয়ে গিয়েছে।" তবে অনেকেই সমর্থনও জানিয়েছেন। অনেকেই বলেছেন, যদি কেউ সংসার না ত্যাগ করেও ঈশ্বরের আরাধনা করতে চান, তবে তাতে দোষের কী? একজন লিখেছেন, কেন এত কৌতূহল অন্যের ব্যক্তিগত জীবনে? খেয়েদেয়ে কাজ নেই?
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সব নকল...? পার্লারে সেজে 'সাধ্বী'! মহাকুম্ভের ভাইরাল সুন্দরী হর্ষার 'গোপন' ভিডিও ফাঁসে হৃদয়ভঙ্গ?