উপরের বার্থে শুয়ে যাত্রী, একটি ছেলে এসে বলল, 'বসতে দেবেন, কি দেবেন না?' এর পর যা হল ট্রেনের কামরায়...!
- Published by:Tias Banerjee
Last Updated:
Indian Railway: ট্রেনের একটি কামরা ঠাসা যাত্রীতে। তার মধ্যেই এক ছেলে এক ব্যক্তিকে বলছে, দাদা বসতে দিন। ব্যক্তি নির্লিপ্ত। তখন ছেলেটি আবার বলে—এটা তো জেনারেল সিট... বসতে দেবেন কি দেবেন না? তখন ওই ব্যক্তি সোজা জবাব দিলেন।
advertisement
1/11

ভারতীয় রেল শুধু যাত্রাপথ নয়—এ এক চলমান থিয়েটার। প্রতিটি কামরাই যেন একেকটা চরিত্র, আর প্রতিটি যাত্রী একেকটা গল্প। কেউ ছুটছেন বাড়ির দিকে, কেউ যাচ্ছেন কাজে, কেউ ঘুমোতে চান, কেউ চান একটু বসার জায়গা। আর ঠিক এই চাওয়ার জায়গা থেকেই জন্ম নেয় তর্ক, ঝগড়া—যা আজকাল আর শুধু মুখে মুখে হয় না, সরাসরি মোবাইল ক্যামেরায় ওঠে এসে পৌঁছে যায় সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে।
advertisement
2/11
সম্প্রতি এমনই এক কাণ্ড ভাইরাল হয়েছে জেনারেল কামরায়। বসার জায়গা চাইতে গিয়েই শুরু হয় ‘আজকের যুগের যুদ্ধ’। প্রশ্নটা ছিল সহজ—"রিজার্ভেশন করেছো?" কিন্তু জবাবটা যে গোটা রেল ব্যবস্থাকে, যাত্রীদের মানসিকতা ও আমাদের সহযাত্রার সংস্কৃতিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে, সেটা কে জানত?
advertisement
3/11
এবার ঘটনার কেন্দ্রবিন্দুতে এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে—একজন যাত্রী উপরের বার্থে শুয়ে আর এক ছেলে তাঁকে বসার জায়গা চাইছে। কথোপকথনের মধ্যেই শুরু হয় উত্তপ্ত বাদানুবাদ, আর তার পর দু’জনেই ফোন বের করে প্রমাণ দেখানোর লড়াইয়ে নামে।
advertisement
4/11
আসলে রেলের ভিড়ের পাশাপাশি যাত্রীদের ‘আমি কেন না, তুমি কেন?’ মানসিকতাও ধরা পড়ল এই ঘটনায়। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেল ব্যবহার করেন। অনেকের যাত্রা হয় আরামদায়ক, আবার অনেকের কাছে সেটা হয়ে ওঠে এক যুদ্ধ।
advertisement
5/11
সময়মতো কনফার্ম টিকিট পাওয়া যেন আশীর্বাদ! নইলে ‘যেভাবে হোক পৌঁছোতে হবে’ মুডে ওঠেন যাত্রীরা। এ তো জানা কথাই, যে আজকাল অনেক সময়েই এসি ও স্লিপার কামরা রীতিমতো জেনারেল কামরায় পরিণত হচ্ছে—নির্বিচারে ভিড়, বিনা রিজার্ভেশনে ওঠানামা—সবই ভাইরাল হয় ভিডিও হয়ে।
advertisement
6/11
কিন্তু এবারে যেটা ভাইরাল, সেটাই জেনারেল কামরার ঘটনা। এক ছেলে একজন যাত্রীর কাছে বসার অনুরোধ করে। তিনি ছিলেন উপরের বার্থে। কিন্তু সেই অনুরোধ গড়ায় তর্কে। শেষে মুখে মুখে নয়, মোবাইলে মোবাইলে তর্ক—কার যুক্তি জোরালো সেটা বোঝাতে দু’জনেই শুরু করেন ভিডিও রেকর্ডিং। "রিজার্ভেশন করেছো?"— ভাইরাল ভিডিওর মূল প্রশ্ন ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের একটি কামরা ঠাসা যাত্রীতে। তার মধ্যেই এক ছেলে এক ব্যক্তিকে বলছে, "দাদা বসতে দিন।" ব্যক্তি নির্লিপ্ত।
advertisement
7/11
তখন ছেলেটি আবার বলে—"এটা তো জেনারেল সিট... বসতে দেবেন কি দেবেন না?" তখন ওই ব্যক্তি সোজা জবাব দেন—"না।" ছেলেটির পালটা—"কেন দেবেন না? আপনি কি রিজার্ভেশন করিয়েছেন?"
advertisement
8/11
তাতে ওই ব্যক্তি বলেন—"আমি ৩৬ ঘণ্টা ধরে আসছি।" ছেলেটির সপাট জবাব—"তা বলে আমি কি আপনার ৩৬ ঘণ্টার কন্ট্রাক্ট নিয়েছি নাকি?" এর পরেই বেধে যায় ঝামেলা। ছেলেটি ভিডিও করতে করতে বলে, "এখানে খালি জায়গা, আমি বসব এখানে।"
advertisement
9/11
সঙ্গে সঙ্গে অন্য পক্ষও ফোন বার করে শুরু করেন ভিডিও তুলতে। তারপর? বাকিটা আপনি ভিডিওতেই দেখে নিন। সোশ্যাল মিডিয়ায় ঝড় এই ভিডিওটি ২৯ মে পোস্ট হয় এক্স হ্যান্ডেল @gharkekalesh থেকে। ২ লক্ষ ১৯ হাজারেরও বেশি ভিউ এবং প্রায় ৩ হাজার লাইক পড়ে যায় কয়েক ঘণ্টার মধ্যেই।
advertisement
10/11
মন্তব্যে এক জন লিখেছেন—“এখন সবাই ফোন তোলে, আগে ছিল ভালো, সরাসরি কিলচড় চলত!” অন্য জন লিখেছেন—“ওয়েলকাম টু ইন্ডিয়ান রেলওয়ে।” আরেক জনের মন্তব্য—“এই তো জেনারেল বগির সমস্যা!”
advertisement
11/11
ট্রেন মানেই গল্পের মঞ্চ, কখনও সহানুভূতির, কখনও সংঘাতের ভারতীয় রেল কেবল যাতায়াতের মাধ্যম নয়, প্রতিদিন লক্ষ লক্ষ গল্পের মঞ্চ। কোথাও দেখা যায় সাহায্যের হাত, আবার কোথাও ধরা পড়ে মানসিক সংকীর্ণতার মুখ। এই ভিডিও হয়তো ছোট্ট একটি বসার জায়গা নিয়ে ঝামেলার, কিন্তু প্রশ্ন তো অনেক বড়—আমরা কি সহানুভূতির সংস্কৃতি থেকে সরে যাচ্ছি? আমরা কি আর সত্যিকারের 'সহযাত্রী' নই?
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
উপরের বার্থে শুয়ে যাত্রী, একটি ছেলে এসে বলল, 'বসতে দেবেন, কি দেবেন না?' এর পর যা হল ট্রেনের কামরায়...!