TRENDING:

60 Snakes Found in Hut: সাপের হিসহিস শব্দ পেতেই কয়েক পা এগিয়ে ছিলেন ব্যক্তি, ঝুপড়িতে মুখ দিতেই দেখলেন ফনা তুলে দাঁড়িয়ে ৬০টি কেউটে, তারপর যা হল...

Last Updated:
60 Snakes Found in Hut: মধ্যপ্রদেশের মান্দসৌরে একটি খেতের ঝুপড়ি থেকে বেরিয়ে এলো ৬০টিরও বেশি কোবরা! ঘটনাটি গোটা গ্রামে আতঙ্ক ছড়ায়। সাপ ধরার বিশেষজ্ঞ দুর্গেশ পাটিদার সাপগুলি উদ্ধার করে জঙ্গলে ছাড়েন, বিস্তারিত জানুন...
advertisement
1/8
হিসহিস শব্দ পেয়ে এগোন ব্যক্তি, ঝুপড়িতে মুখ দিতেই দেখেন ফনা তুলে '৬০' কেউটে, তারপর...
মধ্যপ্রদেশের মান্দসৌর জেলার সাবাখেদা গ্রামে চাঞ্চল্য ছড়াল এক রোমহর্ষক ঘটনার মাধ্যমে। একটি খেতের ঝুপড়িঘর থেকে একসাথে প্রায় ৬০টি ফণা তোলা কোবরা বেরিয়ে আসায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে, যার ভিডিও ভাইরাল হতেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
advertisement
2/8
খেত মালিক রাহুল দায়ামা জানান, তিনি যখন জমিতে কাজ করছিলেন, তখন ঝুপড়ির এক কোণে পুরোনো গর্তের দিক থেকে সাপের ফিসফিসানি শুনতে পান। কাছে গিয়ে দেখেন, একাধিক কোবরা ফণা তুলেছে। এই দৃশ্য দেখেই তিনি সঙ্গে সঙ্গে একজন সাপ ধরার বিশেষজ্ঞকে ডাকেন।
advertisement
3/8
স্নেক হ্যান্ডলার দুর্গেশ পাটিদার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রথমে ৪-৫টি সাপ বেরিয়ে এলেও, গর্তে জল ঢালতেই একে একে ৬০টির বেশি কোবরা বেরিয়ে আসে, যা উপস্থিত সকলকে স্তব্ধ করে দেয়।
advertisement
4/8
দুর্গেশ পাটিদার বলেন, “আমি বহু বছর ধরে সাপ ধরার কাজ করি, কিন্তু একসাথে এত কোবরা কখনও দেখিনি।” তিনি প্রায় ৬০টি কোবরা নিরাপদভাবে ধরে কাছের জঙ্গলে ছেড়ে দেন। তবে তাঁর অনুমান, গর্তের ভিতরে এখনো আরও সাপ থাকতে পারে।
advertisement
5/8
মান্দসৌর ডিভিশনাল ফরেস্ট অফিসার (DFO) সঞ্জয় রাইখেরে বলেন, “এটি সর্পবিদ্যার দৃষ্টিকোণ থেকে এক বিরল ঘটনা। কোবরা হল মধ্য ভারতের অন্যতম বিষাক্ত সাপ। এদের ফণা তোলা মানেই তাৎক্ষণিক হুমকি। একটি কোবরা একবারে ২০-৪০টি ডিম পাড়ে, যার ফলে দ্রুত সংখ্যাবৃদ্ধি হতে পারে।”
advertisement
6/8
এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানুষজনের মধ্যে যেমন ভয় তৈরি হয়েছে, তেমনই অনেকেই এই ঘটনাকে আধ্যাত্মিক চিহ্ন হিসেবেও ব্যাখ্যা করছেন। কিছু মানুষ মনে করছেন, এটি দেবতাদের কোনো ইঙ্গিত।
advertisement
7/8
স্থানীয় প্রশাসনের তরফে গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি অন্য কোথাও এমন সাপের বাসস্থানের খোঁজ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আপাতত ধরা পড়া সব কোবরাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে এবং গর্তটি নজরদারিতে রাখা হয়েছে।
advertisement
8/8
এই চমকপ্রদ ঘটনার ছবি ও ভিডিও এখনও সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে, এবং দেশজুড়ে সাধারণ মানুষ থেকে সর্পবিশেষজ্ঞরাও বিস্ময়ে ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
60 Snakes Found in Hut: সাপের হিসহিস শব্দ পেতেই কয়েক পা এগিয়ে ছিলেন ব্যক্তি, ঝুপড়িতে মুখ দিতেই দেখলেন ফনা তুলে দাঁড়িয়ে ৬০টি কেউটে, তারপর যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল