চন্দ্রগ্রহণ ২০২০: বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ, শাস্ত্র মেনে এই কাজগুলি করুন
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ৮ টা ৩৮ মিনিট থেকে। চলবে ১১ টা ২১ পর্যন্ত। জেনে নিন গ্রহণে সময় কী করবেন পুণ্য অর্জনের জন্য।
advertisement
1/5

কালই পূর্ণচ্ছায়া চন্দ্রগ্রহণ।এক বিরল দৃশ্যের মুখোমুখি হতে চলেছে বিশ্ব। জেনে নিন গ্রহণে কী করবেন কী করবেন না।
advertisement
2/5
এই দিন অসহায় দরিদ্র মানুষকে দানধ্যান করলে পূণ্য অর্জন হয় বলে মনে করেন অনেকে।
advertisement
3/5
গবাদি পশু বা পাখিকেও এই দিন খাওয়ান অনেকে।
advertisement
4/5
সনাতন বিশ্বাস, সূর্যাস্তের আগে তুলসি পাতা বাড়িতে খাওয়া ও পানীয়ের উপর ছড়ালে খাবার শুদ্ধ থাকে।
advertisement
5/5
গ্রহণে গর্ভবতী নারীদের বাড়ি থেকে না বেরোতেই নির্দেশ দেন বয়োজ্যোষ্ঠরা।