TRENDING:

ডেবিট বা ক্রেডিট কার্ড হারালে আর ফোন করতে হবে না কাস্টোমার কেয়ারে, এইভাবে সহজেই ব্লক করুন কার্ড

Last Updated:
advertisement
1/8
ডেবিট বা ক্রেডিট কার্ড হারালে আর ফোন করতে হবে না কাস্টোমার কেয়ারে, এইভাবে সহজেই ব্লক করুন কার্ড
ক্রেডিট বা ডেবিট কার্ড হারিয়ে বা চুরি গেলে প্রথম কাজটা সাধারণত যা সকলে করে থাকে তা হল কাস্টোমার কেয়ারে ফোন করে কার্ড ব্লক করা ৷ শুধু তাই নয় কোনও কারণে কার্ড ড্যামেজ হয়ে গেলেও সঙ্গে সঙ্গে ব্লক করতে হয় ৷ তবে এবার থেকে আর কাস্টোমার কেয়ারকেও ফোন করতে হবে না ৷ ফোন না করেও সহজেই ব্লক করে দিতে পারবেন আপনার ক্রেডিট বা ডেবিট কার্ড ৷
advertisement
2/8
কার্ড চুরি বা হারিয়ে গেলে কাস্টোমার কেয়ারেই সাধারণত ফোন করে থাকেন সকলে ৷ তবে কোনও কারণে যদি তা সম্ভব না হয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে আপনার জন্য রয়েছে আরও একটি অপশন ৷ দেখে নিন কী সেই অপশন...
advertisement
3/8
ক্রেডিট কার্ড হারিয়ে গেলে তা অপব্যবহার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়েই যায়
advertisement
4/8
স্টেপ ১: সবচেয়ে প্রথমে আপনার নেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করুন ৷ ড্যাশবোর্ড খুলতেই ই সার্ভিসেস এর অপশন দেখাবে ৷
advertisement
5/8
স্টেপ ২: এখান থেকে এটিএম সার্ভিসেসে গিয়ে ব্লক এটিএম কার্ডের অপশন দেখা যাবে ৷ এতে ক্লিক করতেই খুলে যাবে নতুন উইন্ডো ৷ এখানে গিয়ে ব্লক করার কারণ সিলেক্ট করে সাবমিট করতে হবে ৷
advertisement
6/8
স্টেপ ৩: এখানে আপনার যতগুলো ডেবিট বা ক্রেডিট কার্ড রয়েছে তার অপশন দেখাবে ৷ তার মধ্যে সিলেক্ট করতে হবে কোন কার্ডটি আপনি ব্লক করতে চান ৷
advertisement
7/8
স্টেপ ৪: সাবমিট করার পর আপনার রেজিষ্টার্ড ফোন নম্বরে একটি ওটিপি আসবে বা পিন নম্বর আপনার কাছ থেকে আবার চাইতে পারে ৷ যে কোনও একটি অপশন ক্লিক করে সেই নম্বর দিয়ে আপনি কার্ড ব্লক করার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন ৷
advertisement
8/8
এখন প্রায় সব ব্যাঙ্কই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কার্ড ব্লক করার সুবিধা দিয়ে থাকে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ডেবিট বা ক্রেডিট কার্ড হারালে আর ফোন করতে হবে না কাস্টোমার কেয়ারে, এইভাবে সহজেই ব্লক করুন কার্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল