TRENDING:

Yusuf Pathan: ইনি কে! ইউসুফ পাঠান নাকি! তৃণমূল সাংসদ যা করলেন এবার, দেখে সবাই থ

Last Updated:
Yusuf Pathan: জঙ্গলের আনাচে-কানাচে ছড়িয়েছিটিয়ে ছিল গন্ডার, বাইসন, হরিণের দল ও ছোট-বড় হাজারও পাখি। গরুমারার এই সমস্ত বন্যপ্রাণী দেখে বেজায় খুশি ইউসুফ। জঙ্গলের বনকর্মী, মাহুতদের পাশাপাশি বেশ কয়েকজন ক্রিকেটপ্রেমীর সঙ্গেও তাঁর দেখা হয়।
advertisement
1/5
ইনি কে! ইউসুফ পাঠান নাকি! তৃণমূল সাংসদ যা করলেন এবার, দেখে সবাই থ
*শিলাবতীর পিঠে চেপে ডুয়ার্স ভ্রমণ করলেন জনপ্রিয় প্রাক্তন ক্রিকেটার এবং মধ্যাহ্নভোজন করলেন জঙ্গলে।
advertisement
2/5
*মাদারিহাট বিধানসভার উপনির্বাচন। সোমবার এই উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার শেষ করেছেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। সবুজের হাতছানিতে মেতে যান তিনি।
advertisement
3/5
*গরুমারার বাংলোর রান্নার দায়িত্বে থাকা রাঁধুনি গোপাল দেব ও রামজিৎ কোরার রান্না করা ভাত, ভেজ ডাল, বেগুন ভাজা, বোরোলি, ট্যাংরা, কাতলা মাছ, পাঁঠার মাংস দিয়ে দুপুরের আহার সারেন।
advertisement
4/5
*গরুমারার বন্যপ্রাণী দেখতে বেরিয়ে পড়েন। বিকেলে গরুমারা মেদলা নজরমিনারে গরুমারার কুনকি হাতি শিলাবতীর পিঠে চেপে জঙ্গল সাফারিতে বের হন।
advertisement
5/5
*সেই সময় জঙ্গলের আনাচে-কানাচে ছড়িয়েছিটিয়ে ছিল গন্ডার, বাইসন, হরিণের দল ও ছোট-বড় হাজারও পাখি। গরুমারার এই সমস্ত বন্যপ্রাণী দেখে বেজায় খুশি ইউসুফ। জঙ্গলের বনকর্মী, মাহুতদের পাশাপাশি বেশ কয়েকজন ক্রিকেটপ্রেমীর সঙ্গেও তাঁর দেখা হয়। আবদার মেনে সেলফিও তোলেন ইউসুফ।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Yusuf Pathan: ইনি কে! ইউসুফ পাঠান নাকি! তৃণমূল সাংসদ যা করলেন এবার, দেখে সবাই থ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল