TRENDING:

Low Pressure Over Gangetic Plain: ভাদ্র মাসের শুরুতে উত্তরে গরম বাড়লেও তা ধোঁকাই, উত্তর থেকে দক্ষিণ চলবে বৃষ্টির দাপট, জারি হলুদ সতর্কতা

Last Updated:
Yellow Alert: আবহাওয়ার বর্তমানে যা মতিগতি তাতে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি আগামীতে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
advertisement
1/11
ভাদ্র মাসের শুরুতে উত্তরে গরম বাড়লেও তা ধোঁকাই, উত্তর থেকে দক্ষিণ চলবে বৃষ্টি
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।
advertisement
2/11
নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টায় এই এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগোবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। 
advertisement
3/11
এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাংলার পর ঝাড়খণ্ড ও বিহারেও অতিবৃষ্টির সতর্কতা। নতুন করে নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা দক্ষিণবঙ্গে।
advertisement
4/11
ভাদ্র মাস শুরু হয়ে গিয়েছে । ফলে দু'দিন ধরে কুলকুল করে ঘামছে আমজনতা। উত্তরবঙ্গের সমতল শুধু নয়, পাহাড়েও পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা।
advertisement
5/11
সোমবার দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছেছে। সামান্য বৃষ্টি হয়েছে বটে, কিন্তু তা নাহলে এখানকার তাপমাত্রা ২৫-এর ঘরে পৌঁছে যেত বলে মনে করা হচ্ছে।
advertisement
6/11
বৃষ্টি না হওয়ায় শিলিগুড়ি (৩৫), জলপাইগুড়ি (৩৫), কোচবিহার (৩৪) গলদঘর্ম অবস্থা। তাপমাত্রার বৃদ্ধি যেমন ঘটেছে, তেমনই আর্দ্রতাজনিত অস্বস্তি ও বৃদ্ধি পাচ্ছে দিন দিন।
advertisement
7/11
এমন পরিস্থিতির মূলে রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্ট হওয়া ঘূর্ণাবর্ত। ফলে উত্তরের আকাশ কয়েকদিন পর মেঘমুক্ত হয়ে পড়েছে। সূর্যের তাপ সরাসরি এসে পড়ছে।
advertisement
8/11
আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহার বক্তব্য, 'তাপমাত্রা বৃদ্ধির জেরে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির জেরে কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কিন্তু তাপমাত্রা হ্রাসের তেমন কোনও সম্ভাবনা নেই। আগামী তিনদিন তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।'
advertisement
9/11
তবে কলকাতার আবহাওয়া অফিসের পক্ষ থেকে ফের একবার উত্তরেও বৃষ্টি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে৷ আগামী ২২ তারিখ পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিংম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বৃষ্টির ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে ২২ তারিখ পর্যন্ত৷ এর জের মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে৷
advertisement
10/11
.নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে। ৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্রের ভেতরে। মৎস্যজীবীদের জন্য তাই জারি হয়েছে সতর্কবার্তা। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
advertisement
11/11
আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে।  বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Low Pressure Over Gangetic Plain: ভাদ্র মাসের শুরুতে উত্তরে গরম বাড়লেও তা ধোঁকাই, উত্তর থেকে দক্ষিণ চলবে বৃষ্টির দাপট, জারি হলুদ সতর্কতা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল