World Record: এক পায়ে সিকিমের রেনকের শিখরে কলকাতার উদয়, বিশ্বরেকর্ড গড়লেন বাংলার ছেলে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
World Record: উদয় কুমার পাহাড়ের উপরে, ৭৪০ বর্গফুট পরিমাপের বৃহত্তম ভারতীয় পতাকা উত্তোলনকারী করে বিশ্ব রেকর্ড গড়েছেন।
advertisement
1/6

এক পায়েই সিকিমের রেনক পর্বতে আরোহণ বাংলার ছেলে উদয় কুমারের। শুধু তাই নয় রেনক পর্বতের শিখরে সবচেয়ে বড় জাতীয় পাতকা প্রদর্শিত করার জন্য বিশ্ব রেকর্ড গড়লেন তিনি।
advertisement
2/6
সিকিমের রেনক পর্বতের উচ্চতা ১৬,৫০০ ফুট। আর সে উচ্চতা ছুঁতে পেরে কার্যত উচ্ছ্বসিত উদয়। তবে উদয়ের পরবর্তী লক্ষ্য মাউন্ট এভারেস্ট জয়। আর তারই প্রস্তুতি নিচ্ছেন উদয় কুমার।
advertisement
3/6
কলকাতার বেলঘরিয়ার বাসিন্দা উদয় কুমার। বয়স ৩৫ বছর। ২০১৫ সালে একটি ট্রেন দুর্ঘটনায় তার বাম পা হারিয়েছিলেন উদয়। কিন্তু জীবন যুদ্ধে বেঁচে থাকতে তিনি সিদ্ধান্ত নেন পাহাড় চড়ার।
advertisement
4/6
তাঁর ফিটনেস যাত্রা শুরু হয়েছিল ম্যারাথনে অংশ নিয়ে। ভারতজুড়ে ৫৫টি ম্যারাথন শেষ করার পর, উদয় পাহাড় চড়ার সিদ্ধান্ত নেন।
advertisement
5/6
হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের (এইচএমআই) নেতৃত্বে একটি অভিযানে অংশ নিয়েছিলেন উদয়। টানা ১০ দিন চড়াই উৎরাই করে শেষ পর্যন্ত রেনক পর্বতের শিখরে পৌঁছন তিনি।
advertisement
6/6
উদয় কুমার বলেন, 'আমি যতদিন বেঁচে থাকব, আমি অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিতে থাকব। যদি আমার গল্প তরুণদের অনুপ্রাণিত করতে পারে, তাহলে সেটা হবে আমার কৃতিত্ব। আগামী দিনে আমি এভারেস্টে আরোহণ করতে চাই।'