বিশ্ব হাতি দিবসে করিডর পুনরুদ্ধারের লক্ষ্যে বিরাট চমক! কী হল জানেন?
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
শহর থেকে গ্রামে প্রকৃতি প্রেমের সেতু। জলপাইগুড়ি শহরের মানুষের উচ্ছ্বাস নজর কাড়ল সবার।
advertisement
1/5

বিশ্ব হাতি দিবস পালিত হল। এই উপলক্ষে জলপাইগুড়ি শহরে আয়োজিত হল বিশেষ বাইক র্যালি। উত্তরবঙ্গে বেড়েছে হাতির সংখ্যা। এই মুহূর্তে ৫০০-এর অধিক হাতি রয়েছে। জলপাইগুড়ি শহর থেকে ডুয়ার্সের ওদলাবাড়ি পর্যন্ত এই ব়্যালি আয়োজিত হয়। প্রকৃতিপ্রেমীদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পথ। মূল বার্তা ছিল- হাতি বাঁচান, প্রকৃতি রক্ষা করুন।
advertisement
2/5
পতাকা উড়িয়ে র্যালির সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। পাশাপাশি উপস্থিত ছিলেন সহ-সভাধিপতি সীমা চৌধুরি ও সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। উপস্থিত ছিলেন জেলা বনবিভাগের একাধিক আধিকারিক। উৎসবমুখর পরিবেশে শুরু হয় সচেতনতার এই পথযাত্রা।
advertisement
3/5
বন দফতর ও জেলা বনবিভাগ, ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া ও স্পোর-এর যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। উদ্দেশ্য হল, মানুষ ও হাতির সহাবস্থান নিশ্চিত করা। প্রচারের মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছিল এই বাইক র্যালিকে। এর মাধ্যমে ডুয়ার্স অঞ্চলে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
advertisement
4/5
হাতি-মানুষ দ্বন্দ্ব কমানোর আহ্বান জানানো হয়। স্পোরের শ্যামাপ্রসাদ পাণ্ডে জানান, ডুয়ার্সের বিভিন্ন গ্রামে পৌঁছে দেওয়া হবে হাতি সহ বন্যপ্রাণীদের সঙ্গে সহাবস্থানের বার্তা। হাতির আবাসস্থল রক্ষার পাশাপাশি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সচেতনতার মাধ্যমেই সম্ভব এই দ্বন্দ্ব মেটানো।
advertisement
5/5
শহর থেকে গ্রামে এইভাবেই গড়া হল প্রকৃতি প্রেমের সেতু। জলপাইগুড়ি শহরের মানুষের উচ্ছ্বাস নজর কেড়েছে সবার।প্রকৃতিপ্রেমী বাইক আরোহীরা পথজুড়ে সচেতনার বার্তা ছড়ালেন। হাতি সংরক্ষণ ও প্রকৃতি রক্ষার ডাক পৌঁছে গেল গ্রামাঞ্চলেও।