Leopard: ধুপঝোড়ার চা বাগানে লেপার্ড ! আতঙ্কে শ্রমিকরা
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
লেপার্ডকে ধরতে বাগানে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাগানের মালিক।
advertisement
1/5

মেটেলি ব্লকের গরুমারা অভয়ারণ্য সংলগ্ন দক্ষিণ ধূপঝোরা এলাকায় ফের লেপার্ড আতঙ্ক তৈরি হল। মঙ্গলবার সকালে ওই এলাকার জনৈক তজমল হকের ছোট চা বাগানে একটি চিতাবাঘকে দেখতে পাওয়া যায়। photo source collected
advertisement
2/5
এদিন ওই চা বাগানে শ্রমিকরা চা পাতা তোলার কাজ করার সময় সেই লেপার্ডকে দেখতে পায়। খবর চাউর হতেই আতঙ্কে বাগানে পাতা তোলার কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। photo source collected
advertisement
3/5
খবর চাউর হতেই মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা গিয়ে লেপার্ড খোঁজে চা বাগানে তল্লাশি চালালেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে অবশ্য ফের শ্রমিকরা কাজে যোগদান করে। photo source collected
advertisement
4/5
জানা গিয়েছে, এর আগেও ওই চা বাগানে লেপার্ডের দেখা পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি ছাগলকেও মেরেছে সে। photo source collected
advertisement
5/5
লেপার্ডকে ধরতে বাগানে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাগানের মালিক। খুনিয়া স্কোয়াড সূত্রে জানা গিয়েছে, লিখিত ভাবে খাঁচার জন্য আবেদন জানালে বাগানে খাঁচা বসানো হবে।photo source collected