Alipurduar News: সামনে লেপার্ড, মহিলার হাতে কিচ্ছু নেই শুধু একটা ছাতা! তারপর যা হল...শুনলে আঁতকে উঠবেন
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
এবার লেপার্ড তাড়াতে ছাতা ব্যবহার করলেন এক চা শ্রমিক।এই ঘটনা শুনে তাজ্জব সকলে। ফের চা বাগানে লেপার্ডের হামলায় জখম এক মহিলা চা শ্রমিক।
advertisement
1/5

এ যেন বন‍্য জন্তু নয়,পরিচিত কোনও পশু।যাকে খুব করে শাসন করা যায়। ভয়কে তোয়াক্কা না করে লেপার্ড দূর করতে ছাতা ব‍্যবহার করলেন চা বাগানের এক মহিলা। তার এই সাহসিকতার প্রশংসা এখন করছেন সকলে।
advertisement
2/5
ফের চা বাগানে লেপার্ডের হামলায় জখম এক মহিলা চা শ্রমিক।কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগানের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বাগানের ১১ নম্বর সেকশনে পাতা তুলেছিলেন প্যারি খারিয়া নামে এক শ্রমিক।সেই সময় হয় এই ঘটনা।
advertisement
3/5
আচমকা একটি লেপার্ড হামলা চালায় তার ওপর ।এরপর ওই মহিলা নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে, হাতে থাকা ছাতা দিয়ে লেপার্ডটিকে প্রহার করলে সেটি পালিয়ে যায়। এরপরেই জ্ঞান হারান ওই মহিলা শ্রমিক।
advertisement
4/5
আহত শ্রমিককে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তার মাথায় ও হাতে লেপার্ড আক্রমণ চালিয়েছে। তবে তিনি সুস্থ আছেন।ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে গিয়েছেন তিনি।
advertisement
5/5
যদিও আহত মহিলা বর্তমানে বিশেষ কিছু বলছেন না।তার চিকিৎসা চলছে।তবে সম্পূর্ণ ঘটনা জানানোর সময় তিনি জানান,একটু সাহস সকলকেই রাখতে হবে।লেপার্ড চা বাগানে থাকবেই,তার সঙ্গে লড়াই করতে হবে।