TRENDING:

Siliguri News : বছরের শেষে কনকনে ঠান্ডা, দুপুর গড়ালেও শিলিগুড়িতে অধরা সূর্য, জবুথবু শহরবাসী

Last Updated:
Winter Weather Update: বছরের একেবারে শেষপ্রান্তে এসে শিলিগুড়ি যেন ঢুকে পড়েছে শীতের কড়া গ্রাসে। মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশা আর ঝিরঝিরে বৃষ্টিতে ঢেকে যায় গোটা শহর। আশ্চর্যের বিষয়, দুপুর দুটো বেজে গেলেও আকাশে সূর্যের কোনো দেখা মেলেনি।
advertisement
1/5
বছরের শেষে কনকনে ঠান্ডা, দুপুর গড়ালেও শিলিগুড়িতে অধরা সূর্য, জবুথবু শহরবাসী
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : বছরের একেবারে শেষপ্রান্তে এসে শিলিগুড়ি যেন ঢুকে পড়েছে শীতের কড়া গ্রাসে। মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশা আর ঝিরঝিরে বৃষ্টিতে ঢেকে যায় গোটা শহর। আশ্চর্যের বিষয়, দুপুর দুটো বেজে গেলেও আকাশে সূর্যের কোনো দেখা মেলেনি। কুয়াশার ঘন চাদরে ঢেকে থাকায় দিনভরই এক ধরনের সন্ধ্যামাখা আবহ তৈরি হয়।
advertisement
2/5
সকাল থেকেই শীতের দাপট ছিল চোখে পড়ার মতো। কনকনে ঠান্ডায় রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল তুলনামূলকভাবে কম। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে চাইছিলেন না অনেকেই। দোকানপাট খুললেও ক্রেতার সংখ্যা ছিল স্বাভাবিকের চেয়ে কম, প্রভাব পড়ে দৈনন্দিন জীবনের গতিতেও।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
ঘন কুয়াশা ও হালকা বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রভাব পড়ে যান চলাচলেও। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ধীরগতিতে চলতে দেখা যায় যানবাহন। চালকদের অনেকেই দিনের বেলাতেই হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে বাধ্য হন। ফলে কিছু জায়গায় সাময়িক যানজটের ছবিও ধরা পড়ে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
ঠান্ডার তীব্রতা বাড়ায় সাধারণ মানুষ গরম পোশাক, সোয়েটার, জ্যাকেট ও শীতবস্ত্রের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছেন। ফুটপাথে চা-কফির দোকানগুলিতে ভিড় বাড়তে দেখা যায়, কেউ কেউ আবার আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে আগামী কয়েক দিন এই শীতের দাপট বজায় থাকতে পারে। কুয়াশার পাশাপাশি মাঝে মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে আপাতত স্বস্তির কোনো ইঙ্গিত নেই, বরং বছরের শেষ দিনে শিলিগুড়িবাসীর শীতের সঙ্গে লড়াই আরও কিছুদিন চলবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Siliguri News : বছরের শেষে কনকনে ঠান্ডা, দুপুর গড়ালেও শিলিগুড়িতে অধরা সূর্য, জবুথবু শহরবাসী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল