Winter Weather Update: মঙ্গলের বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা! শীতের কি ফের শুরু দ্বিতীয় ইনিংস?বিরাট আপডেট!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মালদহে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টি না হলেও তাপমাত্রা কিছুটা কমবে, বৃষ্টির পূর্বাভাস কেটে গেলেই বাড়বে তাপমাত্রা বিদায় নিবে শীত
advertisement
1/5

মালদহ: সপ্তাহের শুরুতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত মালদহে। যদিও গৌড়বঙ্গের বাকি দুই জেলায় মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির হয়নি। এদিন সকাল থেকেই মালদহের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। সঙ্গে সকালের দিকে কুয়াশায় ঢাকা ছিল চারিদিক। শীতের বিদায় লগ্নে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জেরে ঠান্ডার দাপট বৃদ্ধি।
advertisement
2/5
আবহাওয়া পূর্বাভাস মত আগামী কয়েক দিন মালদহে মেঘলা আকাশ সঙ্গে কুয়াশার দাপট চলবে। সপ্তাহের প্রথম দিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। যদিও এই বৃষ্টিতে তেমন ক্ষতির আশঙ্কা নেই। বৃষ্টির জেরে হালকা ঠান্ডা বৃদ্ধি পেয়েছে।
advertisement
3/5
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মালদহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি না হলেও মেঘলা আকাশ থাকবে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপট চলবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় তেমন কুয়াশার সম্ভাবনা নেই বৃষ্টির পূর্বাভাসও নেই।
advertisement
4/5
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার মালদহের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। শীতের বিদায় লগ্নে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গৌড়বঙ্গ জুড়ে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকায় শীত এখনও বিদায় নিচ্ছে না।
advertisement
5/5
আগামী ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার পারদ কমবে আবার কখনও বৃদ্ধি পাবে। অর্থাৎ আগামী এক সপ্তাহ পর্যন্ত শীত চলবে। তারপর ধীরে ধীরে বিদায় নিবে শীত।বৃদ্ধি পাবে তাপমাত্রা। আকাশ পরিষ্কার হলেই গৌড়বঙ্গ থেকে বিদায় নিবে শীত।