TRENDING:

Durga Puja 2025: ইচ্ছাই শক্তি: ষষ্ঠ শ্রেণির শ্রেয়াংখীর হাতে তৈরি দুর্গা প্রতিমা মুগ্ধ করল সবাইকে

Last Updated:
মাত্র ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া শ্রেয়াংখী পাল যেন এই বছর শিলিগুড়ির দুর্গাপুজোর মন্ডপে নতুন এক উজ্জ্বল অধ্যায় লিখেছে। শহরের ৩৫ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর পাইপ লাইন এলাকার নিবাসী এই ছোট্ট মেয়ের হাতে তৈরি মা দুর্গার প্রতিমা মুগ্ধ করেছে সকলকে।
advertisement
1/7
ইচ্ছাই শক্তি: ষষ্ঠ শ্রেণির শ্রেয়াংখীর হাতে তৈরি দুর্গা প্রতিমা মুগ্ধ করল সবাইকে
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : মাত্র ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া শ্রেয়াংখী পাল যেন এই বছর শিলিগুড়ির দুর্গাপুজোর মন্ডপে নতুন এক উজ্জ্বল অধ্যায় লিখেছে। শহরের ৩৫ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর পাইপ লাইন এলাকার নিবাসী এই ছোট্ট মেয়ের হাতে তৈরি মা দুর্গার প্রতিমা মুগ্ধ করেছে সকলকে।
advertisement
2/7
শ্রেয়াংখীর বাবা উত্তম পাল, একজন প্রাইভেট সংস্থায় কর্মরত, ছোট থেকেই মেয়ের পড়াশোনায় খুব ভালো হওয়ার গল্প শোনান। তবে পড়াশোনার পাশাপাশি হাতের কাজেও নিখুঁত দক্ষতা রয়েছে তার। এই দক্ষতা এবার নতুনভাবে প্রমাণিত হলো।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/7
দেবীর আগমন শুরুর সঙ্গে সঙ্গেই মন্ডপে মন্ডপে পুজোয় অংশগ্রহণকারীরা তার হাতে তৈরি দুর্গা প্রতিমা দেখে চমৎকৃত। মাত্র ১০ দিনের মধ্যেই পড়াশোনার ফাঁকে ফাঁকে কাগজ ও থারমোকল ব্যবহার করে পুরো প্রতিমা তৈরি করেছেন শ্রেয়াংখী। তার হাতে তৈরি প্রতিমায় দুর্গা মা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী এবং কার্তিক সবাইকে জীবন্ত রূপে দেখা যায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/7
শ্রেয়াংখী ইতিমধ্যেই অন্যান্য মূর্তিও তৈরি করেছেন। সম্প্রতি গণেশ পুজোর সময় ছোট্ট গণেশ মূর্তি তৈরি করে প্রশংসার ঝড় তোলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই তার আগ্রহ আরও বেড়ে যায় এবং এবার দুর্গাপুজোর জন্য তিনি এই মূর্তি তৈরির চ্যালেঞ্জ গ্রহণ করেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/7
এ প্রসঙ্গে বাবা উত্তম পাল জানিয়েছেন, “মেয়ের আগ্রহে আমি কখনো বাধা দিইনি। তবে ভয় ছিল যদি এসব কাজে সে পড়াশোনায় পিছিয়ে যায়। কিন্তু মেয়েটি পড়াশোনার ফাঁকেই নিজেকে এই কাজের মধ্যে নিমজ্জিত রাখতে পেরেছে। তার এই উৎসাহ দেখে আমি খুবই গর্বিত।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/7
শ্রেয়াংখী নিজেও জানিয়েছেন, “এই প্রতিমা তৈরি করতে মাত্র ১০ দিন লেগেছে। আমি এসব কাজ করতে ভালোবাসি। ভবিষ্যতে আরও অনেক কিছু বানানোর ইচ্ছে আছে।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
7/7
শিলিগুড়ির এই ছোট্ট প্রতিভা প্রমাণ করল—ইচ্ছে থাকলেই কোন কাজ অসম্ভব নয়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Durga Puja 2025: ইচ্ছাই শক্তি: ষষ্ঠ শ্রেণির শ্রেয়াংখীর হাতে তৈরি দুর্গা প্রতিমা মুগ্ধ করল সবাইকে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল